Wednesday 13 July 2022

শহীদ নিমাই অধিকারীর স্মরণে দুর্গাপুর : শহীদ স্মরণে অনুষ্ঠিত হোল রক্তদান শিবির- ইস্পাত ঠিকা শ্রমিক পরিবারের মাধ্যমিক ও উঃ মাঃ পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা।

 


দুর্গাপুর, ১৩ই জুলাই :আজ সকালে , দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট জি.টি. রোডের সংযোগ স্হলে শহীদ কমঃ নিমাই অধিকারীর শহীদবেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় ।১৯৮১ সালের ১৩ই জুলাই, দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকদের অন্যতম সংগঠক দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক নিমাই অধিকারীরকে , ঠিকা শ্রমিকদের মজুরী বৃদ্ধির ধর্মঘটকে সংগঠিত করার জন্য কং-আশ্রিত সমাজবিরোধীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন তাঁর স্মরণে , দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকদের আপন সংগঠন ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে সকালে শহীদ-স্মরন অনুষ্ঠান পালন করা হয় ।অনুষ্ঠানের সূচনায় রক্তপতাকা উত্তোলন করেন প্রবীন অবসরপ্রাপ্ত ঠিকা শ্রমিক আন্দোলনের নেতা জ্যোতিষ দাস । শহীদবেদীতে মাল্যদান করেন জ্যোতিষ দাস,সুবীর সেনগুপ্ত,নিমাই ঘোষ,কালী সান্যাল,প্রকাশতরু চক্রবর্তি সহ ট্রেড ইউনিয়ন ও গণ-আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। শহীদ-স্মরনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুবীর সেনগুপ্ত। বিকালে ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার স্মৃতি ভবনে,ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও দুর্গাপুর মহকুমা ব্লাড ডোনার্স অ্যাসোঃ এর সহযোগিতায় শহীদ স্মরণে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। একজন মহিলা সহ ২৩ জন রক্তদান করেন । পরে শিবির- ইস্পাত ঠিকা শ্রমিক পরিবারের মাধ্যমিক ও উঃ মাঃ পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা জানানো হয় । অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্তোষ দেবরায়,বিপ্রেন্দু চক্রবর্তি,সুনীল খান,সুব্রত সিনহা ও কবি ঘোষ । 









































No comments:

Post a Comment