Monday 18 July 2022

সিআইটিইউ এর ডাকে অ্যালয় স্টিল প্ল্যান্টে শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,১৮ই জুলাই :  আজ সকালে, আজ সকালে,অ্যালয় স্টিল কারখানার মেইন গেটের সামনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) ও অ্যালয় স্টিল প্ল্যান্ট কন্ট্রাক্টার এমপ্লয়িজ ইউনিয়ন যৌথ আহ্বানে দলে দলে ইস্পাত শ্রমিক জড়ো হয়ে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্হা সেইল-আরআইএনএল এর ১০-বছর মেয়াদী অনায্য বেতন-চুক্তি সংক্রান্ত শ্রমিক-বিরোধী কালামউ-চুক্তি”- বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন। বক্তার ব্যাখ্যা করেন যে কিভাবে এই মউ-চু্ক্তি স্হায়ী ঠিকা শ্রমিকদের কেবল চরম বঞ্চনার দিকে ঠেলে দিচ্ছে শুধু তাই নয়,এই চুক্তি শ্রমিকদের প্রতি চরম অবজ্ঞা,অমর্যাদা অমানবিকতর নিদর্শন এই চুক্তিতে তরুন স্হায়ী শ্রমিকদেরও চরম বঞ্চনা করা হয়েছে অথচ কোভিড অতিমারীর মধ্যে স্হায়ী ঠিকা শ্রমিকরা একযোগে কাজ করে সেইলের উৎপাদন সুউচ্চ পর্যায় পৌঁছে দিয়ে রেকর্ড পরিমানে সর্বকালীন সেরা মুনাফা অর্জন করতে সহয়তা করেছেন অফিসারদের বেতন ও এরিয়ার পাল্লা দিয়ে ব্যাপক বৃদ্ধি হলেও,শ্রমিকদের ছিঁটেফোঁটাও জোটে নি । ঠিকা শ্রমিকদের বেতন-চু্ক্তির বাইরে রাখা হয়েছে । বক্তারা আরও বলেন যে অবিলম্বে কালা মউ-চুক্তির বাতিল করে ন্যায্য ও সম্মানজনক পাঁচ বছর মেয়াদি পুর্নাঙ্গ বেতন-চুক্তি করে প্রাপ্য সম্পূর্ন এরিয়ার মেটাতে হবে, ঠিকা শ্রমিকদের বেতন-চু্ক্তির আওতায় আনতে হবে,এনপিএস চাপানো যাবে না,বেআইনীভাবে এনজেসিএস চুক্তি ভেঙ্গে ইস্পাত শ্রমিকদের গ্র্যাচুইটি সিলিং প্রত্যাহার করতে হবে, এইচআরএ দিতে হবে, অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন ও সম্প্রসারন, টাউনশীপ ও হাসপাতাল পরিষেবার আধুনিকীকরন করতে হবে। এছাড়াও  অন্যান্য দাবি-দাওয়ার সুষ্ঠ মীমাংসা করতে হবে। আগামীকাল দিল্লিতে বেতন-চুক্তি সংক্রান্ত এনজেসিএস এর সভা অনুষ্ঠিত হবে।

সমাবেশে বক্তব্য রাখেন ললিত মিশ্র,সীমান্ত চ্যাটার্জী,গুরুপ্রসাদ ব্যানার্জি,সুমন ব্রত দাস ও বিজয় সাহা ।







No comments:

Post a Comment