Friday 8 July 2022

জ্যোতি বসুর ১০৯-তম জন্ম দিবসে ইস্পাতনগরীতে পুনরায় শুরু হল শহিদ আশিষ-জব্বার স্মৃতি ফুটবল প্রতিযোগিতা ।

 


দুর্গাপুর,৮ই জুলাই : ইস্পাতনগরীর সাথে ভারতের শ্রমিক আন্দোলনের অন্যতম পথিকৃত জ্যোতি বসুর ছিল সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ১৯৬০ এর দশক থেকে আমৃত্যু জ্যোতি বসু একাদিক্রমে ছিলেন দুর্গাপুরের শ্রমিক আন্দোলনের নেতা-বন্ধু-অভিভাবক দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরনের পাশাপাশি  ১৯৯১ সালে নয়া অর্থনীতি চালু হলে তার ধাক্কায় দুর্গাপুর শিল্পাঞ্চল শুকিয়ে মড়ার উপক্রম হলে তাকে বাঁচিয়ে তোলা সম্প্রসারনের জন্য মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর অসামান্য অবদান দুর্গাপুরবাসী আজও স্মরণ করেন দুর্গাপুরের শ্রমিক আন্দোলনের প্রথম শহীদদ্বয় আশিষ-জব্বারের স্মরনে আয়োজিত শহিদ আশিষ-জব্বার স্মৃতি ফুটবল প্রতিযোগিতা এক সময়ে পঃ বঙ্গের খেলার জগতে বিশেষ সারা ফেলেছিল ১৯৮০- দশকে মাঝামাঝি সময়ে এটি বন্ধ হয়ে যায় বর্তমানের অশান্ত সময় সাম্প্রদায়িক শক্তির দাপাদাপি সমাজের মধ্যে যে অনৈক্য তৈরি করছে তা রুখে দিয়ে দুর্গাপুরে শান্তি-সৌহার্দ্যসম্প্রীতির বাতাবরন ফিরিয়ে আনতে দুর্গাপুরের ক্রীড়ামোদি মহল পুনরায় শহিদ আশিষ-জব্বার স্মৃতি ফুটবল প্রতিযোগিতা চালু করার সিদ্ধান্ত নিলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন সহ দলমত নির্বিশেষে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিলে ২০১৮ সালে পুনরায় এই টুর্ণামেন্ট চালু হয় ।কিন্তু করোনা অতিমারির জন্য গত ২ বছর আবার এই টুর্ণামেন্ট বন্ধ করে দিতে হয় । এই বছরে এই টুর্ণামেন্ট চালু করার সিদ্ধান্ত নেওয়া হলে ক্রীড়া মহলে উৎসাহ তৈরি হয়েছে ।

আজ বিকালে ইস্পাতনগরীর ঐতিহ্যমন্ডিত লাল ময়দানে এই প্রতিযোগিতা শুরু হয় । শুরুতে অনুর্দ্ধ ১২ প্রদর্শনী ম্যাচে অংশ নেয় নন-কোম্পানী রিক্রিয়েশন ক্লাব ও তানসেন অ্যাথলেটিক ক্লাব । খেলা পরিচালনা করেন দুই মহিলা রেফারী প্রীতি মিদ্যা ও সুখী টুডু  এবং বিট্টু সোরেন । দুর্গাপুরে এই প্রথম কোনো  প্রতিযোগিতামুলক ফুটবল টুর্ণামেন্টে  মহিলা রেফারী খেলা পরিচালনা করলেন।

উদ্বোধনী খেলায় দিশারী সংঘ ১-০ গোলে তানসেন অ্যাথলেটিক ক্লাব কে হারিয়েছে । গোলদাতা সাগুন মুর্মু । সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন দিশারী সংঘের অনিল সিং। টুর্ণামেন্টে কমিটির পক্ষে সীমান্ত চ্যাটার্জী জানিয়েছেন যে দুর্গাপুরের ৮ টি দল এই প্রতিযোগীতায় অংশ নিচ্ছে । আগামী ৬ই আগস্ট শহীদদ্বয় আশিস-জব্বারের শহীদ দিবসের দিনে ফাইন্যাল খেলা অনুষ্ঠিত হবে।খেলোয়ারদের মধ্যে বৃক্ষরোপনের জন্য চারাগাছ বিতরন করা হয় ।

 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সুখময় বোস,অজয় ব্যানার্জি সহ বিশিষ্ট অতীত দিনের খেলোয়ার ও ক্রীড়া সংগঠক এবং রথীন রায়,সন্তোষ দেবরায়,পঙ্কজ রায় সরকার,পার্থ দাস,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র সহ শ্রমিক ও গনতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ ।














































No comments:

Post a Comment