Sunday, 25 June 2023

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীতে সিপিআই-এম এর পক্ষ থেকে প্রচার চলছে।

 


দুর্গাপুর,২৫শে জুন : আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে ইস্পাতনগরী সহ দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে সিপিআই-এম এর পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনের ভোটারদের মধ্যে প্রচার চলছে । একই সাথে নিকটবর্তী গ্রামাঞ্চলে ইস্পাত কর্মীদের টিম পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে দেওয়াল লিখন করছেন।ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে দিপক ঘোষ,নিমাই ঘোষ,প্রকাশতরু চক্রবর্তীর নেতৃত্বে ইস্পাত কর্মীদের টিম কাঁকসার বিভিন্ন অঞ্চলে দেওয়াল লিখন করছেন। অন্যদিকে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি-জোনের নিউটনে আয়োজিত সভা থেকে পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানোর পাশাপাশি তৃণমূলের সন্ত্রাস ছড়ানোর বিরুদ্ধে তীব্র আক্রমন করা হয়। বক্তব্য রাখেন পার্থ দাস,স্বপন সরকার ও আল্পনা চৌধুরী । এছাড়াও বক্তারা কেন্দ্রে ও রাজ্যে শাসক দল বিজেপি ও তৃণমূল কংগ্রেসের পাহাড়-প্রমান দূর্নীতির বিরুদ্ধে লড়াই গড়ে তোলার পাশাপাশি ইস্পাতনগরীতে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের সাথে যোগসাজস করে মেয়াদ-উত্তীর্ণ দুর্গাপুর পৌর বোর্ডের পক্ষ থেকে ইস্পাতনগরীতে ডাস্টবিন সরিয়ে ঘরে ঘরে জঞ্জাল অপসারনের নামে ঘর-পিছু ৪০ টাকা থেকে ৭০ টাকা আদায়ের অনৈতিক ও অপচেষ্টা কে রোখার জন্য তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।












Tuesday, 20 June 2023

শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য বেসরকারী সংস্হার সাথে নামল সর্বোচ্চ আধিকারিক,সিআইএসএফ : প্রবল শ্রমিক বিক্ষোভ দুর্গাপুর ইস্পাত কারখানায় ।

 


দুর্গাপুর,২০শে জুন : গত একমাস ধরে দুর্গাপুর ইস্পাত কারখানায় বেসরকারী সংস্হার নিয়ন্ত্রনাধীন শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য ইলেক্ট্রনিক সারভাইলেন্স ব্যবস্হা চালু করার বিরুদ্ধে চলছে প্রবল শ্রমিক বিক্ষোভ।শ্রমিকদের বাধায় থমকে যায় নজরদারি ব্যবস্হা চালু করার চেষ্টা । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে শ্রমিকরা ঐকবদ্ধ হয়েছেন । এই অবস্হায়,আজ মরীয়া হয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার সর্বোচ্চ পদাধিকারী ডিরেক্টার ইন চার্জ ও ইডি ( ওয়ার্কস) এর নেতৃত্বে সিআইএসএফ এর পাহারায় বেসরকারী সংস্হার পক্ষ থেকে এসএমএস বিভাগে “নজরবন্দী” করার যন্ত্রপাতি বসনোর কাজ শুরু করলে প্রবল শ্রমিক বিক্ষোভে উত্তল হয়ে ওঠে । উপস্হিত ছিলেন ললিত মিশ্র,সীমান্ত চ্যাটার্জী,মানস রায়,গোপাল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ । স্টিল ওয়ার্কার্স ফেডারেন অফ ইন্ডিয়া (সিআইটিইউ) এর পক্ষ থেকে ললিত মিশ্র কর্তৃপক্ষের এই পদক্ষেপ কে হাস্যকর বলে অভিহিত করে কর্তৃপক্ষ কে এর পরিবর্তে দুর্গাপুর ইস্পাত কারখানা ও তদুপরি সেইল-আরআইএনএল এর শ্রমিকরা পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার সহ অন্যান্য ন্যায্য বকেয়া পাওনা,ঠিকা শ্রমিকরা নায্য বেতন ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভুক্তি,কারখানা ও ইস্পাতনগরীর নাগরিক পরিষেবা-স্বাস্হ্য পরিষেবার আধুনিকীকরন ও সম্প্রসারনের জন্য আহ্বান জানান । একই সাথে তিনি জানান যে দুর্গাপুর ইস্পাত কারখানায় বায়োমেট্রিক হাজিরা ও আরএফআইডি চালু করার  বিরুদ্ধে শ্রমিক আন্দোলন চলবে ।



 

কুসংস্কারের কালো ছায়া : সত্য উদঘাটন করলেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা ।

 


দুর্গাপুর,২০শে জুন : কুসংস্কারের কালো ছায়া এবার ইস্পাতনগরী সংলগ্ন সেপকো কলোনীতে দেখা দিল ! সেপকো কলোনীর জল ট্যাঙ্ক সংলগ্ন সুব্রত সিংহের বাড়ীতে গত কয়েক দিন ধরে হঠাৎ করে আগুন জ্বলার ঘটছিল । ঘরের কিছু আসবাবপত্রও ক্ষতিগ্রস্হ হয়। কিছু পাড়া-প্রতিবেশী এই ঘটনা কে “অশরীর আত্মার” প্রাদুর্ভাব বলে যজ্ঞ ও পিণ্ড-দানের পরামর্শ করেন। ইতিমধ্যে পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের কাছে এই খবর পৌঁছালে বিজ্ঞান কর্মীরা ঘটনাস্হলে যান । খুব ভালো করে পর্যবেক্ষন করে তারা আগুন লাগর জায়গা থেকে কয়েকটি দেশলাই কাঠির পোড়া অংশ খুঁজে পেলে এটা কোনো “অশরীর আত্মার” অথবা “অলৌকিক” কাজ নয় বরং কোনো অসৎ উদ্দেশ্য অথবা ভয় দেখানো অথবা নিতান্ত মজা করার জন জ্বলন্ত দেশলাই কাঠি ঘরের সহজ দাহ্য জিনিষের ওপরে কেউ বা কারা ফেলছিল।এটা নিতান্তই মানুষের কাজ । পরিবারের সদস্যদের মধ্যে সাহস ও আত্মবিশ্বাস ফিরে আসে এবং তারা সত্য তুলে ধরার জন্য বিজ্ঞান কর্মীদের ধন্যবাদ জানান । প্রদ্যুত মুখার্জি,রাম প্রনয় গাঙ্গুলি,ডি ডি রায় সহ অন্যান্য বিজ্ঞান কর্মীরা ঘটনাস্হলে উপস্হিত ছিলেন ।






Sunday, 18 June 2023

বিখ্যাত চলচিত্র নির্দেশক মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হোল আলোচনা সভা।

 


দুর্গাপুর,১৮ই জুন : আজ বিকালে, বিখ্যাত চলচিত্র নির্দেশক মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল আলোচনা সভা। ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ ৫/৫ কৃত্তিবাস রোডে আয়োজিত এই আলোচনা সভায় মৃণাল সেনের জীবন ও জীবন বোধ – রাজনৈতিক দৃষ্টিভঙ্গী ও তাঁর অমর চলচিত্র শিল্প সম্পর্কে সচিত্র স্লাইড সহকারে আলোচনা করেন চিত্র পরিচালক মনীষ ঘোষ । এছাড়াও বক্তব্য রাখেন পার্থ বসু ঠাকুর ও স্বপন সরকার।



















Friday, 16 June 2023

পঞ্চায়েত নির্বাচন কে ঘিরে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস-খুনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীতে আজও মিছিল-সভা ।

 


দুর্গাপুর,১৬ই জুন : গতকালের পর আজও পঞ্চায়েত নির্বাচন কে ঘিরে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস-খুনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীতে  মিছিল-সভা হোল। আজ সন্ধ্যায়, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে বি-জোন হেলথ সেন্টার রোটারি থেকে মিছিল বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে চন্ডিদাস বাজারে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পার্থ দাস ও স্বপন সরকার।মিছিলে ছিলেন পার্থ দাস,সুবীর সেনগুপ্ত,স্বপন সরকার,প্রমুখ।





বায়োমেট্রিক হাজিরা ও আরএফআইডি চালু করার বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ আরো জোরদার হচ্ছে।

 


দুর্গাপুর,১৬ই জুন : বায়োমেট্রিক হাজিরা ও আরএফআইডি চালু করার  বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ চলছেই।আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার আরএমএইচপি বিভাগে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে শ্রমিকরা বিশাল মিছিল করে সিজিএম ( চিফ জেনারেল ম্যানেজার) এর অফিসে গিয়ে প্রবল বিক্ষোভ দেখান । পরিষ্কারভাবে তারা জানিয়ে দেন যে কারখানার আধুনিকীকরন ও সম্প্রসারন,হাসপাতাল ও ইস্পাতনগরীর নাগরিক পরিষেবার আধুনিকীকরন,অবিলম্বে উপযুক্ত সংখ্যায় শ্রমিক – স্বাস্থ্য কর্মী – নার্স –ডাক্তার নিয়োগ এর জন্য বিনিয়োগ না করে প্রায় চারশ কোটি টাকা খরচ করে বেসরকারী সংস্হার নিয়ন্ত্রনাধীন শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য ইলেক্ট্রনিক সারভাইলেন্স ব্যবস্হা চালু করা শুধু অপব্যায় নয় প্রকারন্তরে কারখানা সহ হাসপাতাল ও ইস্পাতনগরীর নাগরিক পরিষেবা কে রুগ্নতার দিকে ঠেলে দেওয়ার অপপ্রয়াস । অন্যদিকে শ্রমিকরা পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার সহ বহু ন্যায্য বকেয়া পাননি,ঠিকা শ্রমিকরা এক পয়সা পাননি, ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয় নি ।অথচ তার মধ্যেই কোভিড অতিমারির ভয়াবহ অবস্হার মধ্যে শ্রমিকদের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাওয়ার ফলে দুর্গাপুর ইস্পাত কারখানার ৫৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ পরিমানের উৎপাদন - উৎপাদনশীলতা ও মুনাফা অর্জিত হয়েছে । কারখানার কর্তৃপক্ষ বেসরকারী সংস্হার নিয়ন্ত্রনাধীন শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য কোন যুক্তিগ্রাহ্য কারন দর্শাতে না পেরে “ সেইল কর্পোরেটের সিদ্ধান্ত “ এর অজুহাত হাজির করলে কর্পোরেটের বিভিন্ন সিদ্ধান্তের অভ্রান্তা নিয়েই শ্রমিকরা পাল্টা প্রশ্ন তুলেছেন। অতীতে ম্যাকেঞ্জি রিপোর্ট, এনরন কে নিয়ে আসা অথবা সাম্প্রতিক অ্যালয় স্টিল – সালেম –ভদ্রাবতী-ভাইজাগ ইস্পাত বেসরকারি হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে গড়ে ওঠা প্রবল শ্রমিক আন্দোলন “ সেইল কর্পোরেটের সিদ্ধান্ত “ কে ভুল প্রমানিত করেছে । বায়োমেট্রিক হাজিরা ও আরএফআইডি চালু করার  সিদ্ধান্ত ভুল বলেই শ্রমিকরা মনে করেন এবং কোন ভাবেই এই ব্যবস্হা শ্রমিকরা মানবেন বলে সিজিএম কে জানিয়ে দেন শ্রমিকরা । ইতি মধ্যে ইডি ( ওয়ার্কস ) আসেন । তাকেও শ্রমিকরা একই কথা জানিয়ে দেন । উপস্হিত ছিলেন সীমান্ত চ্যাটার্জী,দিপক ঘোষ,সন্দীপ পাল,প্রকাশতরু চক্রবর্তী,শেখর মুখার্জি সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ।








Thursday, 15 June 2023

বায়োমেট্রিক হাজিরা ও আরএফআইডি চালু করার বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ জারি আছে ।

 


দুর্গাপুর,১৫ই জুন : বায়োমেট্রিক হাজিরা ও আরএফআইডি চালু করার  বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ চলছেই । আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার ২নং গেটে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে শ্রমিকরা প্রবল বিক্ষোভ দেখান।বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জী।পরে স্টিল মেল্টিং শপে বিক্ষোভ সমাবেশ হয় । বক্তব্য রাখেন ললিত মিশ্র, সীমান্ত চ্যাটার্জী,দেবাশিস পাল ও প্রদ্যুত মুখার্জি ।



পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে তৃণমূলের ভয়াবহ হিংসা ও চোপড়ায় দুই পার্টি কর্মীর খুনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল।

 


দুর্গাপুর,১৫ই জুন : আজ বিকালে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে যৌথ ভাবে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে তৃণমূলের ভয়াবহ হিংসা ও চোপড়ায় দুই পার্টি কর্মীর খুনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল হোল। মিছিলে ছিলেন পঙ্কজ রায় সরকার,দিপক ঘোষ,অজিত মন্ডল,সীমান্ত তরফদার,সীমান্ত চ্যাটার্জী,নিমাই ঘোষ প্রমুখ। ট্রাঙ্ক রোড থেকে পাঁচ মাথা পর্যন্ত মিছিল হয় । মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পঙ্কজ রায় সরকার ।