Tuesday 13 June 2023

দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্তৃপক্ষের ডাকা সভায় গেল না সিআইটিইউ : বায়োমেট্রিক হাজিরা ও আরএফআইডি চালু করার বিরুদ্ধে শ্রমিক বিক্ষোভ চলছে।

 


দুর্গাপুর,১৩ই জুন : কোভিড অতিমারির ভয়াবহ অবস্হার মধ্যে ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে ও অক্লান্ত পরিশ্রম করে দুর্গাপুর ইস্পাত কারখানার ৫৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ পরিমানের উৎপাদন - উৎপাদনশীলতা ও মুনাফা অর্জন করে দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সেইল-আরআইএনএল এর শ্রমিকরা পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার সহ বহু ন্যায্য বকেয়া পাননি,ঠিকা শ্রমিকরা এক পয়সা পাননি, ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয় নি । ইস্পাতনগরীর নাগরিক পরিষেবা ও স্বাস্হ্য পরিষেবা ধুঁকছে। হুইল অ্যান্ড অ্যাক্সেল বিভাগের আধুনিকীকরন ও সম্প্রসারনের জন্য গ্রীণফিল্ড প্রকল্পের কথা বলা হলেও বাস্তবায়িত করা হয় নি ।এমএসএম বিভাগে উৎপাদন কবে হবে বলা যাচ্ছে না। দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরন ও সম্প্রসারনের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই অবস্হায় দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ প্রায় চারশ কোটি টাকা খরচ করে বেসরকারী সংস্হার নিয়ন্ত্রনাধীন শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য ইলেক্ট্রনিক সারভাইলেন্স ব্যবস্হা চালু করতে কেন চাইছে,সেই প্রশ্ন তুলছেন শ্রমিকরা।তাই এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ)।প্রতিটি বিভাগে সভা করে শ্রমিকদের “নজরবন্দী” করার বিরুদ্ধে সভা করা হচ্ছে । গড়ে উঠছে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন । প্রবল ঐকবদ্ধ শ্রমিক আন্দোলনের জেরে সিইএম,সিন্টার প্ল্যান্ট,কোক ওভেন,এসইভিএস,টিএক্সআর প্রভৃতি বিভাগে কর্তৃপক্ষ “নজরবন্দী” করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বসাতেই পারে নি । অন্যদিকে,গোপনে ব্লুম কাস্টার ও বিআরসি বিভাগে কর্তৃপক্ষ গোপনে “নজরবন্দী” করার জন্য যন্ত্রপাতি বসালে,শ্রমিকরা খবর পেয়ে সেইসব যন্ত্রপাতি খুলে দেন।এদিকে শ্রমিক বিক্ষোভের মুখে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ আজ কারখানার ইউনিয়ন গুলি কে শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য ইলেক্ট্রনিক সারভাইলেন্স ব্যবস্হা চালু করা কেন দরকার তা “ বোঝানোর “ জন্য সভা ডাকলে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) সেই সভায় যায় নি । পরিবর্তে ইউনিয়ন এর পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয় যে ইউনিয়ন কখনই কারখানার শৃংখলা রক্ষার বিরোধী নয়।কিন্তু ইউনিয়ন কখনোই শ্রমিকদের “নজরবন্দী” করার নামে শ্রমিকদের ব্যাক্তিজীবনে হস্তক্ষেপ করা বরদাস্ত করবে । আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে এই বিষয়ে বিক্ষোভ সমাবেশ করা হয় । সমাবেশে বক্তব্য রেখে ইউনিয়ন এর পক্ষ থেকে সীমান্ত চ্যাটার্জি বলেন যে  শ্রমিকদের “নজরবন্দী” করার চেষ্টা আসলে কেন্দ্র ও রাজ্য সরকারের নয়া শ্রমনীতি আরোপ করে শ্রমিকদের ক্রীতদাসে পরিনত করা ও শ্রমিকদের আন্দোলন করার অধিকার কেড়ে নেওয়ার নয়া ফন্দিফিকির । সিআইটিইউ এর বিরুদ্ধে তীব্র ও ঐক্যবদ্ধ  আন্দোলন গড়ে তুলবে।







No comments:

Post a Comment