Sunday 25 June 2023

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীতে সিপিআই-এম এর পক্ষ থেকে প্রচার চলছে।

 


দুর্গাপুর,২৫শে জুন : আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে ইস্পাতনগরী সহ দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে সিপিআই-এম এর পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনের ভোটারদের মধ্যে প্রচার চলছে । একই সাথে নিকটবর্তী গ্রামাঞ্চলে ইস্পাত কর্মীদের টিম পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে দেওয়াল লিখন করছেন।ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে দিপক ঘোষ,নিমাই ঘোষ,প্রকাশতরু চক্রবর্তীর নেতৃত্বে ইস্পাত কর্মীদের টিম কাঁকসার বিভিন্ন অঞ্চলে দেওয়াল লিখন করছেন। অন্যদিকে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি-জোনের নিউটনে আয়োজিত সভা থেকে পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানোর পাশাপাশি তৃণমূলের সন্ত্রাস ছড়ানোর বিরুদ্ধে তীব্র আক্রমন করা হয়। বক্তব্য রাখেন পার্থ দাস,স্বপন সরকার ও আল্পনা চৌধুরী । এছাড়াও বক্তারা কেন্দ্রে ও রাজ্যে শাসক দল বিজেপি ও তৃণমূল কংগ্রেসের পাহাড়-প্রমান দূর্নীতির বিরুদ্ধে লড়াই গড়ে তোলার পাশাপাশি ইস্পাতনগরীতে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের সাথে যোগসাজস করে মেয়াদ-উত্তীর্ণ দুর্গাপুর পৌর বোর্ডের পক্ষ থেকে ইস্পাতনগরীতে ডাস্টবিন সরিয়ে ঘরে ঘরে জঞ্জাল অপসারনের নামে ঘর-পিছু ৪০ টাকা থেকে ৭০ টাকা আদায়ের অনৈতিক ও অপচেষ্টা কে রোখার জন্য তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।












No comments:

Post a Comment