Tuesday 20 June 2023

শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য বেসরকারী সংস্হার সাথে নামল সর্বোচ্চ আধিকারিক,সিআইএসএফ : প্রবল শ্রমিক বিক্ষোভ দুর্গাপুর ইস্পাত কারখানায় ।

 


দুর্গাপুর,২০শে জুন : গত একমাস ধরে দুর্গাপুর ইস্পাত কারখানায় বেসরকারী সংস্হার নিয়ন্ত্রনাধীন শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য ইলেক্ট্রনিক সারভাইলেন্স ব্যবস্হা চালু করার বিরুদ্ধে চলছে প্রবল শ্রমিক বিক্ষোভ।শ্রমিকদের বাধায় থমকে যায় নজরদারি ব্যবস্হা চালু করার চেষ্টা । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে শ্রমিকরা ঐকবদ্ধ হয়েছেন । এই অবস্হায়,আজ মরীয়া হয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার সর্বোচ্চ পদাধিকারী ডিরেক্টার ইন চার্জ ও ইডি ( ওয়ার্কস) এর নেতৃত্বে সিআইএসএফ এর পাহারায় বেসরকারী সংস্হার পক্ষ থেকে এসএমএস বিভাগে “নজরবন্দী” করার যন্ত্রপাতি বসনোর কাজ শুরু করলে প্রবল শ্রমিক বিক্ষোভে উত্তল হয়ে ওঠে । উপস্হিত ছিলেন ললিত মিশ্র,সীমান্ত চ্যাটার্জী,মানস রায়,গোপাল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ । স্টিল ওয়ার্কার্স ফেডারেন অফ ইন্ডিয়া (সিআইটিইউ) এর পক্ষ থেকে ললিত মিশ্র কর্তৃপক্ষের এই পদক্ষেপ কে হাস্যকর বলে অভিহিত করে কর্তৃপক্ষ কে এর পরিবর্তে দুর্গাপুর ইস্পাত কারখানা ও তদুপরি সেইল-আরআইএনএল এর শ্রমিকরা পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার সহ অন্যান্য ন্যায্য বকেয়া পাওনা,ঠিকা শ্রমিকরা নায্য বেতন ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভুক্তি,কারখানা ও ইস্পাতনগরীর নাগরিক পরিষেবা-স্বাস্হ্য পরিষেবার আধুনিকীকরন ও সম্প্রসারনের জন্য আহ্বান জানান । একই সাথে তিনি জানান যে দুর্গাপুর ইস্পাত কারখানায় বায়োমেট্রিক হাজিরা ও আরএফআইডি চালু করার  বিরুদ্ধে শ্রমিক আন্দোলন চলবে ।



 

No comments:

Post a Comment