Tuesday, 20 June 2023

কুসংস্কারের কালো ছায়া : সত্য উদঘাটন করলেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা ।

 


দুর্গাপুর,২০শে জুন : কুসংস্কারের কালো ছায়া এবার ইস্পাতনগরী সংলগ্ন সেপকো কলোনীতে দেখা দিল ! সেপকো কলোনীর জল ট্যাঙ্ক সংলগ্ন সুব্রত সিংহের বাড়ীতে গত কয়েক দিন ধরে হঠাৎ করে আগুন জ্বলার ঘটছিল । ঘরের কিছু আসবাবপত্রও ক্ষতিগ্রস্হ হয়। কিছু পাড়া-প্রতিবেশী এই ঘটনা কে “অশরীর আত্মার” প্রাদুর্ভাব বলে যজ্ঞ ও পিণ্ড-দানের পরামর্শ করেন। ইতিমধ্যে পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের কাছে এই খবর পৌঁছালে বিজ্ঞান কর্মীরা ঘটনাস্হলে যান । খুব ভালো করে পর্যবেক্ষন করে তারা আগুন লাগর জায়গা থেকে কয়েকটি দেশলাই কাঠির পোড়া অংশ খুঁজে পেলে এটা কোনো “অশরীর আত্মার” অথবা “অলৌকিক” কাজ নয় বরং কোনো অসৎ উদ্দেশ্য অথবা ভয় দেখানো অথবা নিতান্ত মজা করার জন জ্বলন্ত দেশলাই কাঠি ঘরের সহজ দাহ্য জিনিষের ওপরে কেউ বা কারা ফেলছিল।এটা নিতান্তই মানুষের কাজ । পরিবারের সদস্যদের মধ্যে সাহস ও আত্মবিশ্বাস ফিরে আসে এবং তারা সত্য তুলে ধরার জন্য বিজ্ঞান কর্মীদের ধন্যবাদ জানান । প্রদ্যুত মুখার্জি,রাম প্রনয় গাঙ্গুলি,ডি ডি রায় সহ অন্যান্য বিজ্ঞান কর্মীরা ঘটনাস্হলে উপস্হিত ছিলেন ।






No comments:

Post a Comment