Friday 16 June 2023

বায়োমেট্রিক হাজিরা ও আরএফআইডি চালু করার বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ আরো জোরদার হচ্ছে।

 


দুর্গাপুর,১৬ই জুন : বায়োমেট্রিক হাজিরা ও আরএফআইডি চালু করার  বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ চলছেই।আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার আরএমএইচপি বিভাগে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে শ্রমিকরা বিশাল মিছিল করে সিজিএম ( চিফ জেনারেল ম্যানেজার) এর অফিসে গিয়ে প্রবল বিক্ষোভ দেখান । পরিষ্কারভাবে তারা জানিয়ে দেন যে কারখানার আধুনিকীকরন ও সম্প্রসারন,হাসপাতাল ও ইস্পাতনগরীর নাগরিক পরিষেবার আধুনিকীকরন,অবিলম্বে উপযুক্ত সংখ্যায় শ্রমিক – স্বাস্থ্য কর্মী – নার্স –ডাক্তার নিয়োগ এর জন্য বিনিয়োগ না করে প্রায় চারশ কোটি টাকা খরচ করে বেসরকারী সংস্হার নিয়ন্ত্রনাধীন শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য ইলেক্ট্রনিক সারভাইলেন্স ব্যবস্হা চালু করা শুধু অপব্যায় নয় প্রকারন্তরে কারখানা সহ হাসপাতাল ও ইস্পাতনগরীর নাগরিক পরিষেবা কে রুগ্নতার দিকে ঠেলে দেওয়ার অপপ্রয়াস । অন্যদিকে শ্রমিকরা পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার সহ বহু ন্যায্য বকেয়া পাননি,ঠিকা শ্রমিকরা এক পয়সা পাননি, ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয় নি ।অথচ তার মধ্যেই কোভিড অতিমারির ভয়াবহ অবস্হার মধ্যে শ্রমিকদের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাওয়ার ফলে দুর্গাপুর ইস্পাত কারখানার ৫৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ পরিমানের উৎপাদন - উৎপাদনশীলতা ও মুনাফা অর্জিত হয়েছে । কারখানার কর্তৃপক্ষ বেসরকারী সংস্হার নিয়ন্ত্রনাধীন শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য কোন যুক্তিগ্রাহ্য কারন দর্শাতে না পেরে “ সেইল কর্পোরেটের সিদ্ধান্ত “ এর অজুহাত হাজির করলে কর্পোরেটের বিভিন্ন সিদ্ধান্তের অভ্রান্তা নিয়েই শ্রমিকরা পাল্টা প্রশ্ন তুলেছেন। অতীতে ম্যাকেঞ্জি রিপোর্ট, এনরন কে নিয়ে আসা অথবা সাম্প্রতিক অ্যালয় স্টিল – সালেম –ভদ্রাবতী-ভাইজাগ ইস্পাত বেসরকারি হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে গড়ে ওঠা প্রবল শ্রমিক আন্দোলন “ সেইল কর্পোরেটের সিদ্ধান্ত “ কে ভুল প্রমানিত করেছে । বায়োমেট্রিক হাজিরা ও আরএফআইডি চালু করার  সিদ্ধান্ত ভুল বলেই শ্রমিকরা মনে করেন এবং কোন ভাবেই এই ব্যবস্হা শ্রমিকরা মানবেন বলে সিজিএম কে জানিয়ে দেন শ্রমিকরা । ইতি মধ্যে ইডি ( ওয়ার্কস ) আসেন । তাকেও শ্রমিকরা একই কথা জানিয়ে দেন । উপস্হিত ছিলেন সীমান্ত চ্যাটার্জী,দিপক ঘোষ,সন্দীপ পাল,প্রকাশতরু চক্রবর্তী,শেখর মুখার্জি সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ।








No comments:

Post a Comment