Thursday 8 June 2023

দুর্গাপুর ইস্পাতের মেইন হাসপাতালের ওপর বেসরকারীকরনের থাবা; ইস্পাতনগরীতে জল-বিদ্যুৎ বেহাল,আন্দোলনে সিআইটিইউ ।

 


দুর্গাপুর,৮ই জুন : অবিভক্ত বর্ধমান জেলার আমল থেকে জেলার তো বটেই পার্শ্ববর্তি জেলা সহ দুর্গাপুর শিল্পাঞ্চলের চিকিৎসার অন্যতম ভরসাস্হল হল দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল । দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্মরত ও অবসরপ্রাপ্ত  শ্রমিক-আধিকারিক ও তাদের পরিবারবর্গের চিকিৎসার সাথে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্হার কর্মরতরা এবং সাধারন মানুষ কে সুলভ মূল্যে সুচিকিৎসা জুগিয়ে এসেছে মেইন হাসপাতাল । নয়া অর্থনীতির কোপে বিশেষতঃ মোদি সরকারের রাষ্ট্রায়ত্ব সংস্হা-বিরোধী নীতির ফলে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল সহ হেলথ সেন্টার ও প্ল্যান্ট মেডিক্যাল এর চিকিৎসা পরিকাঠামো দুরাবস্হার মুখে পড়েছে বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে অভিযোগ করে আজ সকালে ইউনিয়নের পক্ষ থেকে হাসপাতালে প্রচার ও বিক্ষোভ দেখানো হয়।বহির্বিভাগে আগত রোগী ও তাদের আত্মীয়-পরিজনেরাও এই বিক্ষোভে স্বতঃস্ফুর্ত যোগদান করে হাসপাতাল ও হেলথ সেন্টারের বেহাল পরিষেবার কথা তুলে ধরেন।ইতিমধ্যে গত ১৩ই এপ্রিল দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের কয়েকটি বিভাগের চিকিৎসক চেয়ে বেসরকারি উদ্যোগ আহ্বান করে “ এক্সপ্রেসন অফ ইন্টারেস্ট “ সংক্ষেপে ইওআই আহ্বান করা হয়।আজকের বিক্ষোভে ইউনিয়নের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে হাসপাতালের বেসরকারীকরনের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই গড়ে তোলা হবে। দুর্গাপুর ইস্পাত কারখানা ও সর্বোপরি সেইল সর্বকালীন রেকর্ড মুনাফা করেছে । তাই এই সুবর্ণ সুযোগ কে ব্যবহার করে অবিলম্বে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল সহ চিকিৎসা পরিষেবার উন্নতির জন্য চিকিৎসা পরিকাঠামোর জন্য মৌলিক বিনিয়োগ করে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল সহ চিকিৎসা পরিষেবা সর্বোচ্চ মানের করে তোলার জন্য সিআইটিইউ সর্বোতভাবে সহায়তা করবে।আজকের বিক্ষোভে উপস্হিত ছিলেন ললিত মিশ্র, বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।অন্যদিকে,তীব্র দাবদাহর মধ্যে ইস্পাতনগরীতে জল-বিদ্যুৎ পরিষেবার বেহাল দশায় ক্ষিপ্ত বাসিন্দারা । ইস্পাতনগরীতে রাজ্যের শাসক দলের মদতে চলছে অবাধে জল-বিদ্যুৎ লুঠ । দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসন নিশ্চুপ। অন্যদিকে অবাধে কর্মী-সংকোচন করে নাগরিক পরিষেবা কে অপ্রতুল করে তুলেছে নগর প্রশাসনের কর্তৃপক্ষ। আজ বিকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে নগর প্রশাসনিক ভবনে ( টি এ বিল্ডিং )-এ নিরবিচ্ছিন্ন জল ও বিদ্যুত সরবরাহের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয় । বক্তব্য রাখেন ললিত মিশ্র, বিশ্বরূপ ব্যানার্জি,বাবুরাম শর্ম্মা ও নন্দলাল দাস ।



















No comments:

Post a Comment