Sunday 11 June 2023

দুর্গাপুর ইস্পাত কারখানায় বায়োমেট্রিক হাজিরা ও আরএফআইডি চালু করার বিরুদ্ধে শ্রমিক বিক্ষোভ তুঙ্গে।

 


দুর্গাপুর,১১ই জুন : দুর্গাপুর ইস্পাত কারখানার ৫৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ পরিমানের উৎপাদন - উৎপাদনশীলতা ও মুনাফা অর্জিত হয়েছে ।কোভিড অতিমারির ভয়াবহ অবস্হার মধ্যে শ্রমিকদের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে গেছেন।তা সত্বেও  দুর্গাপুর ইস্পাত কারখানা ও তদুপরি সেইল-আরআইএনএল এর শ্রমিকরা পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার সহ বহু ন্যায্য বকেয়া পাননি,ঠিকা শ্রমিকরা এক পয়সা পাননি, ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয় নি । ইস্পাতনগরীর নাগরিক পরিষেবা ও স্বাস্হ্য পরিষেবা তথৈবচ। এই অবস্হায় দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ প্রায় চারশ কোটি টাকা খরচ করে বেসরকারী সংস্হার নিয়ন্ত্রনাধীন শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য ইলেক্ট্রনিক সারভাইলেন্স ব্যবস্হা চালু করতে চাইছে । এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ)।প্রতিটি বিভাগে সভা করে শ্রমিকদের “নজরবন্দী” করার বিরুদ্ধে সভা করা হচ্ছে । গড়ে উঠছে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন । প্রবল ঐকবদ্ধ শ্রমিক আন্দোলনের জেরে সিইএম,সিন্টার প্ল্যান্ট,কোক ওভেন,এসইভিএস,টিএক্সআর প্রভৃতি বিভাগে কর্তৃপক্ষ “নজরবন্দী” করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বসাতেই পারে নি । অন্যদিকে,গোপনে ব্লুম কাস্টার ও বিআরসি বিভাগে কর্তৃপক্ষ গোপনে “নজরবন্দী” করার জন্য যন্ত্রপাতি বসালে,শ্রমিকরা খবর পেয়ে সেইসব যন্ত্রপাতি খুলে দেন । স্টিল ওয়ার্কার্স ফেডারেন অফ ইন্ডিয়া (সিআইটিইউ) এর পক্ষ থেকে ললিত মিশ্র জানিয়েছেন যে শ্রমিকদের নায্য পাওনা থেকে বঞ্চিত করে কর্তৃপক্ষ “নজরবন্দী” করার জন্য জন্য যে অগনতান্ত্রিক পদক্ষেপ গ্রহন করেছে তার ফলে কারখানার উৎপাদন ও উৎপাদনশীলতায় ব্যাঘাত ঘটতে পারে । সিআইটিইউ কর্তৃপক্ষের এই অগনতান্ত্রিক পদক্ষেপের তীব্র বিরোধীতা করে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তুলবে ।

No comments:

Post a Comment