Sunday 16 February 2014

হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( দুর্গাপুর ইস্পাত শাখা )-র আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক ক্রীড়া-প্রতিযোগীতা অনুষ্ঠিত হোল দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে ।

দুর্গাপুর , ১৬ই ফেব্রুঃ : আজ , ইস্পাতনগরীর  নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হোল হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( দুর্গাপুর ইস্পাত শাখা )-র আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক ক্রীড়া-প্রতিযোগীতা । ক্রীড়া-প্রতিযোগীতার উদ্বোধন করেন শ্রমিক-নেতা কমঃ জীবন রায় এবং সংগঠনের রক্ত-পতাকা উত্তোলন করেন সিআইটিউ-এর বর্ধমান জেলার সম্পাদক ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর সভাপতি কমঃ অজিত মুখার্জী । মোট ৪১টি ইভেন্টে , ২৫০ জন প্রতিযোগী অংশ গ্রহন করেন । নারী-পুরুষ – শিশু –বৃদ্ধ নির্বিশেষ সকল বয়েসের প্রতিযোগীরা  নির্ধারিত প্রতিযোগীতায় বিপুল উৎসাহে যোগদান করেন । বৃষ্টি-বিঘ্নিত দিনে প্রতিযোগী-অভিভাবক – দর্শকদের উপস্হিতিতে মুখরিত হয়ে উঠেছিল নেহেরু স্টেডিয়ামে । জন্মলগ্ন থেকেই দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের সংগ্রামের আশাভরসার প্রতীক হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন , ইস্পাতনগরীর খেলাধূলা – সাংস্কৃতিক কার্যকলাপ – রক্তদান – সেবামূলক কাজেও অগ্রগন্য ভূমিকা পালন করেছে । আজকের ক্রীড়া-প্রতিযোগীতা , সেই সুবিপুল কার্যকলাপের মুকুটে আরও একটি পালক যুক্ত করলো । নেহেরু স্টেডিয়ামকে এই ক্রীড়া-প্রতিযোগীতায় ব্যবহার করতে দেওয়ার জন্য দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষকে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় । দুর্গাপুরের বিভিন্ন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সফল  প্রতিযোগীতাদের হাতে পুরষ্কার তুলে দেন । 

                   











 

No comments:

Post a Comment