Monday 3 February 2014

ভারতীয় গণনাট্য সংঘের ৭০ – বৎসর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত দু – দিন ব্যাপি সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানের সমাপ্তি হোল

দুর্গাপুর , ৩রা ফেব্রুঃ : সর্বসাধারনের সাংস্কৃতিক প্রতিযোগীতা উদযাপন কমিটির উদ্যোগে  ভারতীয় গণনাট্য সংঘের ৭০ – বৎসর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত দু – দিন ব্যাপি সাংস্কৃতিক প্রতিযোগীতা  অনুষ্ঠানের আজ  সমাপ্তি হোল  । আজ অনুষ্ঠিত হোল নাট্য প্রতিযোগীতা । স্হানীয় চিল্ড্রেন্স অ্যাকাডেমীর শ্যামল ঘোষ ও শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় মঞ্চে উপস্হাপিত হয়  ১১টি শ্রুতি ও স্বল্প দৈর্ঘের নাটক ও অন্তরঙ্গ থিয়েটার । সমগ্র বর্ধমান জেলা থেকে মোট ৬টি দল নাট্য প্রতিযোগীতায় অংশ গ্রহন করে । দুটি মঞ্চের উদ্বোধন করেন যথাক্রমে ভারতীয় গণনাট্য সংঘের বর্ধমান জেলার সভাপতি ও সম্পাদক শ্রী মৃদুল সেন এবং শ্রী অভিজিৎ মিত্র । অনুষ্ঠানে , বর্ধমান জেলার বিশিষ্ট নাট্য-ব্যাক্তিত্ব শ্রী সুনীল দাস-কে সম্বর্দ্ধিত করা হয় ।

No comments:

Post a Comment