Friday 21 February 2014

ইস্পাতনগরীতে সাড়ম্বরে উদযাপিত হোল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ।

দুর্গাপুর ,২১শে ফেব্রুঃ – “ একুশ আমার বুকের ভেতর টগবগিয়ে ছোটে ..”     আজ , ইস্পাতনগরীতে সাড়ম্বরে উদযাপিত হোল  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । সকালে প্রথম অনুষ্ঠানটি হয়   , ইস্পাতনগরীর বি’জোনে , ‘ ভাষা শহীদ উদ্যানে ‘ । গনতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের ইস্পাত -১ নং লোক্যাল কমিটি , বাংলা ভাষা চেতনা সমিতি ও নিখিল ভারত বঙ্গ সাহিত্য সন্মেলনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান শুরু হয় শহীদ বেদীতে মাল্যদান ও শহীদদের উদ্দেশ্যে নীরবতা পালনের মধ্য দিয়ে । বক্তব্য রাখেন শ্রী দীপক দেব ও দিশারী মুখোপাধ্যায় । পরে ,সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন বহু বিশিষ্ট শিল্পী ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক-শিল্পী শ্রী অনির্বান দাসগুপ্ত ।


     সকালে , অপর অনুষ্ঠানটি হয় ইস্পাতনগরীর এ’জোন মেজর পার্কে । গনতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের ইস্পাত -২ নং  লোক্যাল কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন   শ্রী আরতি বসু । উদ্বোধনী সংগীত পরিবেশন করে লহরী শিল্পী-গোষ্ঠী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত-শিল্পী শ্রী বুদ্ধদেব সেনগুপ্ত । বহু বিশিষ্ট কবি স্বরচিত কবিতা পাঠ করেন । এই উপলক্ষ্যে আয়োজিত  ১ম-২য় শ্রেনীর ছাত্র-ছাত্রীদের বর্ণমালা লেখার ও ৩য় থেকে ৫ম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের হস্তলিখন প্রতিযোগীতায় , বহু ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন ।এই অনুষ্ঠানে , প্রকাশিত হয় গনতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের ইস্পাত -২ নং  লোক্যাল কমিটির মুখপত্র ‘ যুগের যাত্রী ‘ –র মাতৃভাষা দিবস সংখ্যার ফোল্ডার ।সমগ্র  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী অশোক দাস ।















No comments:

Post a Comment