Wednesday 26 February 2014

কমঃ সুবোধ বিশ্বাসের জীবনাবসান ।


                               


দুর্গাপুর , ২৬শে ফেব্রুঃ : প্রয়াত হলেন কমরেড সুবোধ বিশ্বাস । দীর্ঘদিন ধরে তিনি কয়েকটি জটিল রোগে ভুগছিলেন । গতকাল রাত্রি ১০-৩০ মিঃ তাঁর জীবনাবসান হয় । আজ সকালে , আশীষ-জব্বর ভবনে প্রয়াত কমরেডের মৃতদেহ নিয়ে আসা হলে , অপেক্ষমান জনতা শোক-বিহ্বল হয়ে পড়েন । প্রয়াত কমঃ সুবোধ বিশ্বাসের মরদেহ রক্ত-পতাকায় আচ্ছাদিত করেন , ভারতের মার্কসবাদী কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমঃ অজিত মুখার্জী । এরপরে , একে একে মাল্যদান করেন কমঃ অজিত মুখার্জী , বীরেশ্বর মন্ডল , সন্তোষ দেবরায় , বিনয় চক্রবর্তী , বিপ্রেন্দু চক্রবর্তী , সুশান্ত ব্যান্যার্জী সহ অন্যান্য পার্টি নেতৃবৃন্দ । সিপিআই-র পক্ষ থেকেও মাল্যদান করা হয় । এরপরে মরদেহ নিয়ে যাওয়া হয় বি’জোনে বি টি রণদিভে ভবনে ।সেখানে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও গন-সংগঠনের পক্ষ থেকে প্রয়াত কমঃ সুবোধ বিশ্বাসের মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় । পরে , প্রয়াত কমঃ সুবোধ বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন  হয়েছে । তাঁর মৃত্যুতে ,  ভারতের মার্কসবাদী কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে , প্রয়াত  কমরেড সুবোধ বিশ্বাসের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে । 

  সংক্ষিপ্ত জীবনী :  ভারতের মার্কসবাদী কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির সদস্য এবং দুর্গাপুর ইস্পাত ১এ ( অবিভক্ত ) লোক্যাল কমিটির প্রাক্তন সম্পাদক প্রয়াত কমঃ সুবোধ বিশ্বাসের জন্ম হয়েছিল ১৯৪৫ সালে অধুনা বাংলাদেশে । দেশভাগের পর উত্তর ২৪ পরগনার বনগায় বসবাস করেন এবং শিক্ষান্তে ৬০-এর দশকের গোড়ায় দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক হিসেবে যোগদান করেন এবং তাঁর বামপন্হী অবস্হানের জন্য , প্রথম থেকেই হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সাথে যুক্ত হয়েছিলেন ও অচিরেই নেতৃত্বের পর্যায় উন্নীত হয়েছিলেন  এবং পর্যায়ক্রমে ইউনিয়নের সাংগঠনিক-সম্পাদক , সহ-সভাপতি , যুগ্ম-সম্পাদকের  দায়িত্ব পালন করেছিলেন । ১৯৬৮ সালে তিনি পার্টি সভ্যপদ অর্জন করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত পার্টির সদস্য ছিলেন । মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী-পুত্র-পুত্রবধু সহ অন্যান্য আত্মীয়-স্বজনদের । সহজ-সরল জীবনযাত্রায় অভ্যস্ত প্রয়াত কমঃ সুবোধ বিশ্বাসের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে । 


         

















No comments:

Post a Comment