Monday 24 February 2014

এনজিএস-র ফয়সালা ও বেতন চুক্তি নিয়ে সেইল কর্তৃপক্ষের টালবাহানার বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা ।

 দুর্গাপুর , ২৪শে ফেব্রুঃ : আজ , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( এইচএসইইউ )-র ডাকে , অবিলম্বে এনজিএসএর ফয়সালার মাধ্যমে বেতন-চুক্তি
 ও উপযুক্ত পে-ফিক্সেসন এর দাবীতে , দুর্গাপুর ইস্পাত কারখানার অভ্যন্তরে ইডি ওয়ার্কসের সামনে বিক্ষোভ দেখালেন দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা ।দীর্ঘ ২বৎসর ধরে টালবাহানা করার পরে  গত ২৫শে জানুঃ সেইল কর্তৃপক্ষ , ইউনিয়নগুলির সাথে এনজিএসএর মৌ-চুক্তি করে , যা সেইল-ভূক্ত শ্রমিকদের মধ্যে আশার সঞ্চার করেছিল । কিন্তু , অচিরেই পে-ফিক্সেসন নিয়ে সেইল-কর্তৃপক্ষের টালবাহানা , ইস্পাত শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে । আজকের বিক্ষোভ-সভায় বক্তারা , অবিলম্বে এনজিএসএর চুক্তি ও উপযুক্ত পে-ফিক্সেসন এর দাবীতে সমগ্র সেইল-শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছেন । বক্তব্য রাখেন কমঃ অরুন চৌধুরী ও কমঃ ললিত মিশ্র । সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদার । 

No comments:

Post a Comment