Thursday 6 February 2014

৯ই ফেব্রুঃ ব্রিগেড চলো , সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গড়ে তোল প্রতিরোধ

দুর্গাপুর , ৬ই ফেব্রুঃ : ৯ই ফেব্রুঃ ব্রিগেড চলো , পঃ বঙ্গ জুড়ে তৃণমূল যে খুন-সন্ত্রাস – ধর্ষনের রাজত্ব কায়েম করছে , সারদা-টেট সহ বিভিন্ন দূর্নীতিতে নিমজ্জমান মমতা ব্যান্যার্জীর সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১-এ জোনাল কমিটির ডাকে দুটি পৃথক বড় মিছিল যথাক্রমে ইস্পাতনগরীর বি-জোন ও সেইল সমবায়ের বিভিন্ন স্হান পরিক্রমা করে । মিছিলের শেষে যথাক্রমে চন্ডীদাস বাজার ও কবিগুরুর দ্বিতীয় বাস-স্টপে দুটি পৃথক পথ সভায় বক্ত্যব্য রাখেন যথাক্রমে কমঃ সলিল দাসগুপ্ত ও স্বপন মজুমদার । বক্তারা সারা পঃ বঙ্গ জুড়ে তৃণমূলের নেতৃত্বে যে ভয়ংকর সন্ত্রাস-নৈরাজ্যের রাজত্ব চলেছে , কেন্দ্রের কং-সরকারের জন-বিরোধী নীতি এবং বিজেপি-র নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তির উথ্থানের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে সামিল হতে এবং সেই লক্ষ্যে ৯ই ফেব্রুঃ ব্রিগেড সমাবেশকে সফল করার আবেদন জানান । বহু পথচলিতি মানুষ দাঁড়িয়ে থেকে বক্ত্যব্য শোনেন । 

       







 

No comments:

Post a Comment