Monday 5 October 2015

আক্রান্ত গণতন্ত্র – প্রতিবাদে দুর্গাপুরে সুবিশাল মিছিল ।

                                                          

দুর্গাপুর,৫ই অক্টোবর : এবারে বাংলায় শরৎের বাতাসে শিঁউলির গন্ধের বদলে বারুদের গন্ধ , ইতিউতি পরে আছে লাশ আর গনতন্ত্রের নিধনযজ্ঞ চলছে । সারা বিশ্ব শিউরে উঠেছে পঃ বঙ্গে গত ৩রা অক্টোঃ বিধাননগর-রাজারহাট,আসানসোল ও হাওড়া পৌরসভার অন্তর্গত বালির পৌর নির্বাচনে পুলিশের সহযোগিতায় শাসকদল তৃণমূলের অভূতপূর্ব সন্ত্রাস-রিগিং এবং ভোটার ও বাম বিশেষ করে সি.পি.আই.(এম) নেতৃত্ব-কর্মী-দরদী সহ অন্যান্য বিরোধীদলের উপরে অস্ত্রসস্ত্র সহ নৃশংস শারীরিক আক্রমনের রূপ দেখে । প্রতিবাদে বামফ্রন্টের ডাকে আজ সারা রাজ্যের সাথে দুর্গাপুরেও সুবিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত হল । গান্ধীমোড়ের থেকে মিছিল শুরু হয়ে সিটি সেন্টারে বিভিন্ন জায়গা পরিক্রমা করে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে শেষ হয় । সুবিশাল সুসজ্জিত মিছিলে মহিলা ও যুবদের উল্ল্যেখনীয় উপস্হিতি ছিল । মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন কমঃ বিপ্রেন্দু চক্রবর্তী,মহাব্রত কুন্ডু ও শ্যামা ঘোষ । সভায় সভাপতিত্ব করেন কমঃ শ্যামা ঘোষ ।


No comments:

Post a Comment