Thursday 1 October 2015

ইস্পাতনগরীতে লালতরঙ্গ ।

                                                               

দুর্গাপুর,১লা অক্টোবর : আজ সন্ধ্যায়, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ) এর ডাকে,দুর্গাপুর ইস্পাত কারখানার ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনে ইউনিয়নের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে  ইস্পাতনগরীতে এক বিশাল মিছিল ইউনিয়ন দফ্তর ১নং বিদ্যাসাগর এভিন্যু থেকে শুরু হয়ে মার্কণী – চন্ডিদাস বাজার–শরৎচন্দ্র-মহিষ্কাপুর-আই সেক্টর মোড়-রামকৃষ্ণ-অশোক এভিন্যু-সেন্ট পলস হয়ে আশীষ মার্কেটে পৌঁছায় । মিছিলে অবিলম্বে ডি.এস.পি ম্যানেজমেন্ট কে কোয়ার্টার-সংক্রান্ত কালা সার্কুলার ও শ্রমিক-কর্মচারীদের ওপর চাপানো জল ও ডায়েট চার্জ প্রত্যাহারে দাবী ওঠে । একই সাথে মিছিল থেকে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয় । পাঁচ সহস্রাধিক লোকের এই মিছিলে মহিলাদের বিশাল উপস্হিতি লক্ষ্যনীয় ছিল । মিছিলে উপস্হিত ছিলেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ) এর নেতৃবৃন্দ সহ জেলা সি.আই.টি.ইউ এর নেতৃত্ব । মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ) এর ওবি-কনভেনর কমঃ বিশ্বরূপ ব্যানার্জী ।



No comments:

Post a Comment