Wednesday 21 October 2015

শারদোৎসব উপলক্ষ্যে ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বুক স্টলের উদ্বোধন হল ।


দুর্গাপুর,২০শে অক্টোঃ : আজ, সন্ধ্যায় ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির অন্তর্গত আঞ্চলিক কমিটি গুলির উদ্যোগে , ইস্পাতনগরীর আশিষ মার্কেট ও চণ্ডিদাস বাজারে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের দুটি বুক স্টলের উদ্বোধন হল । উদ্বোধন করে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় বলেন যে মেহেনতি মানুষের শোষন মুক্তির লড়াই এ চেতনা শানিত করার সাথে সাথে আজ ভারত জুড়ে সাম্প্রদায়িক শক্তির দাপাদাপির বিরুদ্ধে শক্তিশালী জনমত গড়ে তোলার জন্য মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য অপরিহার্য হাতিয়ার । তিনি সাম্প্রদায়িক শক্তিগুলির চক্রান্তের বিষয়ে পার্টি সদস্যদের  উৎসবের দিনগুলিতে সদা সতর্ক নজর রাখার জন্য আহ্বান জানান । এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কমঃ নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।



No comments:

Post a Comment