Tuesday 30 May 2017

ইস্পাতনগরীতে নাগরিক পরিষেবার ক্রমাবনতির বিরুদ্ধে সি.আই.টি.ইউ এর বিক্ষোভ-সমাবেশ ।



দুর্গাপুর,৩০শে মে : প্রায় ৬০ বছরের পুরানো ইস্পাতনগরীতে  নাগরিক পরিষেবার পরিকাঠামো জরাজীর্ণ হয়ে পড়েছে । সময়ের সাথে সাথে লোকসংখ্যা বৃদ্ধি হয়েছে , চাহিদা বৃদ্ধি পেয়েছে , কিন্তু তার সাথে সংগতিপূর্ন পরিষেবা পরিকাঠামো গড়ে তোলার জন্য ইস্পাত কর্তৃপক্ষ প্রয়োজনীয় বিনিয়োগ করছে না বলে অভিযোগ করেছে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন । এর ফলে ইস্পাতনগরীর জল – বিদ্যুৎ - পয়োঃপ্রনালী ব্যবস্হা চরম সংকটে পড়েছে । এ মাসের গোড়ার দিকে প্রচন্ড গরমের সময় লাগাতার ১৫ দিন ধরে জল সরবরাহ ব্যবস্হা প্রায় অকেজ হয়ে পড়ে । জলের পাইপ-লাইন ফেটে এই বিপত্তি । জলের পাইপ-লাইন ফেটে পানীয় জলের সাথে পয়োঃপ্রনালীর জল মিশে যায় । সেই দূষিত জল পান করে অনেকে গুরুতর অসুস্হ হয়ে পরে । তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হয় । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর পক্ষ থেকে এই বিষয়ে ধারাবাহিক ভাবে আন্দোলন করে ইস্পাত কর্তৃপক্ষ কে সতর্ক করা হলেও , কর্তৃপক্ষ ভ্রুক্ষেপ করে নি । জল সরবরাহ ব্যবস্হার সাথে সাথে জলের উৎস্হলও বিপন্ন হয়ে পড়েছে । ডিভিসি-র ক্রমান্বয় অবহেলায় সমগ্র দুর্গাপুর শিল্পাঞ্চলের জল সরবরাহের উৎস দামোদর নদের চ্যানেল পলি পরে বুজে এসেছে । এই অবস্হায় ভয়াবহ পরিস্হিতির মোকাবিলায় ইউনিয়ন সুনির্দিষ্ট প্রস্তাব দিলেও , ইস্পাত কর্তৃপক্ষ উপেক্ষা করছে কারন মোদি সরকারের ঘোষিত নীতি হল সেইলের টাউনশীপের বেসরকারীকরন । ফলে ইস্পাতনগরীর জল সহ সমস্ত পরিষেবা বিপদাপন্ন হয়ে পড়েছে । এই বিষয়ে ইতিমধ্যেই, দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় প্রতিকার চেয়ে কর্তৃপক্ষ কে চিঠি দিয়েছেন ।   অন্যদিকে ইস্পাত কর্তৃপক্ষ বিদ্যুৎ সহ অন্যান্য পরিষেবার বেপরোয়া মূল্য বৃদ্ধি ঘটাচ্ছে । শহর ও সংলগ্ন অঞ্চল  জুড়ে শাসক তৃণমূল দলের মদতে বেআইনী বস্তি-দোকান নির্মান ও বিদ্যুৎ-চুরির রমরমায় লক্ষ লক্ষ টাকার ব্যবসা চলছে । পুলিশ ও রাজ্য  প্রশাসনের অসহযোগিতার অজুহাতে ইস্পাত কর্তৃপক্ষ ইস্পাতনগরীর সামগ্রিক আইন-শৃংখলা রক্ষার বিষয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে । এই সমস্ত অভিযোগের অবিলম্বে প্রতিকার চেয়ে  আজ দুপুর বেলায় , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর ডাকে ইস্পাতনগরীর পৌর প্রশাসনিক ভবনে ( টি.এ.বিল্ডিং ) বিক্ষোভ-সমাবেশে বক্তব্য রাখেন স্বপন মজুমদার , নন্দলাল দাস , প্রকাশতরু চক্রবর্তী ও মৃত্যুঞ্জয় ঝা ।ইস্পাতনগরীর পৌর প্রশাসন কর্তৃপক্ষের জি.এম. গৌতম সাহার কাছে ইউনিয়ন এর পক্ষ থেকে দাবী-সম্বলিত স্মারক লিপি জমা দেওয়া হয় । কর্তৃপক্ষ খুব শীঘ্রই ইউনিয়নদের সাথে আলোচনা শুরুর প্রতিশ্রুতি দিয়েছে বলে ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে ।

এ দিকে , আজ সকালে বি.টি.রণদিভে ভবনে,সি.ই.টি.ইউ এর ৪৭-তম প্রতিষ্ঠা বারষিকী উপলক্ষ্যে রক্ত-পতাকা উত্তোলন করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী ও স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষে পি.কে.দাস ।






No comments:

Post a Comment