Sunday 21 January 2018

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ‘বিজ্ঞানের জন্য যাত্রা‘ ও সাইকেল রা্যলি কে উষ্ণ সম্বর্ধনা জানালো ইস্পাতনগরী ।



দুর্গাপুর,২১শে জানুঃ : আজ বিকালে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ‘বিজ্ঞানের জন্য যাত্রা ও সাইকেল রা্যলি কে  উষ্ণ সম্বর্ধনা জানালো ইস্পাতনগরী । গত ১৯শে জানুঃ বীরভূমের মারগ্রাম থেকে এর যাত্রা শুরু হয় । সারা ভারত জন বিজ্ঞান নেটওয়ার্কের আহ্বানে ‘সবার দেশ আমাদের দেশ’ কর্মসূচীর অঙ্গ হিসাবে  পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে ধর্মান্ধতা,কুসংস্কার,অপ-বিজ্ঞান এর বিরুদ্ধে এবং বিজ্ঞান-মনস্কতা বৃদ্ধি ও বিজ্ঞান-চর্চার প্রসারে সরকারী ব্যয় বৃদ্ধির দাবীতে রাজ্য জুড়ে মোট ছয়টি  ‘বিজ্ঞানের জন্য যাত্রা’ ও সাইকেল রা্যলি আয়োজন করা হয়েছে । উত্তরবঙ্গে দুটি ও দক্ষিনবঙ্গে চারটি ‘বিজ্ঞানের জন্য যাত্রা ও সাইকেল রা্যলি আয়োজন করা হয়েছে । উত্তরবঙ্গের জাঠা দুটি ২৩শে জানুঃ শিলিগুড়িতে ও দক্ষিনবঙ্গের জাঠা চারটি ২৮শে জানুঃ কোলকাতার রানী রাসমনি রোডের সমাবেশে এর মধ্য দিয়ে সমাপ্ত হবে ।

ইস্পাতনগরীতে জাঠা পৌঁছালে,বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর পক্ষ থেকে অংশগ্রহনকারীদের অভ্যর্থনা জানানো হয় । অভিনন্দন জানিয়ে ইউনিয়ন এর পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানর্জী , মলয় ভট্টাচার্য ও রামপঙ্কজ গাঙ্গুলী। ‘বিজ্ঞানের জন্য যাত্রা ও সাইকেল রা্যলির অংশগ্রহনকারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পঃ বর্ধমান জেলা কমিটির সম্পাদক কল্লোল ঘোষ । এরপরে ভগৎ সিং মোড়ে অপর অনুষ্ঠানে ‘বিজ্ঞানের জন্য যাত্রা’ ও সাইকেল রা্যলির অংশগ্রহনকারীরা নাটক ও গান পরিবেশন করেন । স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক সোমনাথ গাঙ্গুলী ।গান পরিবেশন করেন শিউলী গাঙ্গুলী ও দেবব্রত দাস।উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায়।









No comments:

Post a Comment