Friday 5 January 2018

অ্যালয় স্টিল বিক্রির সর্বশেষ চক্রান্ত ফাঁস হতেই ইস্পাত শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়লেন ।



দুর্গাপুর , ৫ই জানুঃ : নতুন বছরের শুরুতেই রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ( স্টিল অথরিটি অফ ইন্ডিয়া ) এর অন্তর্গত দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টের ‘স্ট্র্যাটেজিক ডিসইনভেষ্টমেন্ট’ এর পোষাকি নামের আড়ালে বিক্রি করার চক্রান্ত সামনে এসেছে । সূত্রের খবর অনুসারে খুব সম্প্রতি ,যে বা যারা, অ্যালয় স্টিল প্ল্যান্ট কিনতে চেয়েছেন , তাদের ‘ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ‘ ( সংক্ষেপে এ.ও.ই ) খুব শীঘ্রই প্রকাশিত হলে , কেন্দ্রীয় সরকার দ্রুত অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রি করে দেবে । আরও জানা গেছে , সেইলের সমস্ত কারখানা ও খনির  জমির মালিকানা বিভিন্ন রাজ্য সরকার । তামিলনাড়ু ও কর্ণাটক সরকার জমি হস্তান্তরের অনুমতি না দেওয়ায় , কেন্দ্রীয় সরকারে বিক্রির তালিকায় থাকলেও সেইল এর অপর দুটি অ্যালয় স্টিল প্ল্যান্ট , যথাক্রমে সালেম ও ভদ্রাবতীর জন্য কোন  ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ‘ জমা পড়ে নি । এ.ও.ই জমা পড়েছে একমাত্র দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টের জন্য । তবে এ ক্ষেত্রে , জমি হস্তান্তরের জন্য পশ্চিমবঙ্গ সরকার অনুমতি দিয়েছে কিনা ,তা জানা যায় নি ।

এই খবর ছড়িয়ে পড়তেই অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক সহ সমস্ত দুর্গাপুর জুড়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে । অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রির চক্রান্ত অবিলম্বে বন্ধ করার দাবীতে, অ্যালয় স্টিল প্ল্যান্ট এর মেইন গেটের কারখানার মূখ্য প্রশাসনিক ভবনের সামনে আজ বিকালে ট্রেড ইউনিয়নগুলির যৌথ মঞ্চের পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভ সমাবেশে , উভয় ইস্পাত কারখানার শ’য়ে শ’য়ে স্হায়ী ও ঠিকা শ্রমিক যোগদান করেন । সমাবেশে বক্তব্য রেখেছেন সি.আই.টি.ইউ এর পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি , আই.এন.টি.ইউ.সি এর পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিকাশ ঘটক , অনীত মল্লিক(টি.টি.ইউ.সি),শম্ভূ প্রামানিক ( এ.আই.টি.ইসি ),রাজা চ্যাটার্জী ও লক্ষন মন্ডল (আই.এন.টি.টি.ইউ.সি ) , বিশ্বরূপ ব্যান্যার্জী,বিজয় সাহা ( এইচ.এস.ই.ইউ, সি.আই.টি.ইউ ) প্রমূখ । বক্তারা কেন্দ্রীয় সরকার কে কার্যতঃ হুশিয়ারী দিয়ে বলেন যে ইস্পাত শ্রমিক ও দুর্গাপুরের মানুষ যে কোন মূল্যে অ্যালয় স্টিল প্ল্যান্ট এর বিক্রির চক্রান্ত বন্ধ করার জন্য প্রতিরোধ করবে । তারা ইস্পাত শ্রমিক ও দুর্গাপুরের মানুষের ঐক্য আরও প্রসারিত করে , এখনও যারা দোলাচলে আছেন তাদের অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও , দুর্গাপুর বাঁচাও – আন্দোলনে যুক্ত হবার আবেদন জানিয়েছেন । সমাবেশ চলাকালীন ট্রেড ইউনিয়নগুলির যৌথ মঞ্চের পক্ষ থেকে সেইল কর্তৃপক্ষের উদ্দেশ্যে স্মারকলিপি জমা দেওয়া হয় ।











No comments:

Post a Comment