Tuesday 23 January 2018

নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২২-তম জন্মদিন উপলক্ষ্যে ইস্পাতনগরীরতে দেশপ্রেম দিবস উদযাপিত ।



দুর্গাপুর , ২৩শে জানুঃ : আজ ইস্পাতনগরীতে শ্রদ্ধার সাথে পালিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২২-তম জন্মদিন । নেতাজী সুভাষচন্দ্র বসুর  জন্মদিবসে পালিত হল দেশপ্রেম দিবস । এই উপলক্ষ্যে আজ সন্ধ্যায় আশীষ মার্কেটে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের দুর্গাপুর ইস্পাত এ-জোন আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আয়োজিত ভীড়ে-ঠাসা এক মনোজ্ঞ প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন ছাত্র নেতা পার্থ মুখার্জী বলেন নেতাজী সুভাষচন্দ্র বসুর দেশপ্রেমের শিক্ষা কেবলমাত্র রাজনৈতিক সংগ্রাম ও আজাদ হিন্দ ফৌজের বীরত্বপূর্ণ লড়াই ও ত্যাগ-তিতিক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিল না । দুরদৃষ্টিতার জন্য তিনি স্বাধীন ভারতের জন্য যে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ , জাতীয় প্ল্যানিং কমিশন ও রাষ্ট্রায়ত্ব সংস্হা নির্মানের রূপরেখা তৈরি করেছিলেন , তা আজও সমান প্রাসঙ্গিক এবং বর্তমান ভারতে তা অনুসরন ও প্রয়োগ - প্রকৃত দেশপ্রেম। এছাড়াও বক্তব্য রাখেন সুজয় সরকার ও সৌমেন মন্ডল । উপস্হিত ছিলেন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের দুর্গাপুর ইস্পাত এ-জোন আঞ্চলিক কমিটির সম্পাদক বিপ্লব নন্দী ।অনুষ্ঠানের সূচনা হয় নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে ।






No comments:

Post a Comment