Sunday 21 January 2018

বিদ্যুৎ বিলের সাথে বড় অংকের সিকিউরিটি ডিপোসিট জমা দেওয়ার নির্দেশ : প্রতিবাদে বাসিন্দারা



দুর্গাপুর,২১শে জানুঃ – ডি.পি.এল এর থেকে বিদ্যুৎ বিলের সাথে বড় অংকের সিকিউরিটি ডিপোসিট জমা দেওয়ার নির্দেশ দেওয়ায় বিপাকে পড়েছেন সেইল কোঃ-অপঃ হাউসিং কমপ্লেক্স এর বাসিন্দারা । এর প্রতিবাদে বাসিন্দারা সরব হয়ে বিক্ষোভ-সমাবেশ করেন । পাশে দাঁড়ান দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় । প্রসংগত ,এই কোঃ-অপঃ সদস্যরা ইতিপূর্বেই তাদের সার্ভিস কোঃ-অপঃ ( সেইল কমন সার্ভিস সোসাইটি) মারফৎ বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় ডি.পি.এল এর খাতায় সিকিউরিটি ডিপোসিট জমা করেছিলেন । কিন্তু,বিদ্যুৎ কমিশনের নির্দেশে ডি.পি.এল পুনরায় সিকিউরিটি ডিপোসিট জমা দেওয়ার নির্দেশ দেওয়ায় বিপাকে পড়েছেন সেইল কোঃ-অপঃ হাউসিং কমপ্লেক্স এর বাসিন্দারা । গত ১৯শে জানুঃ , বাসিন্দাদের এক প্রতিনিধিদল ডি.পি.এল এর কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হলে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিবেচনার আশ্বাস দেওয়া হয় । আজ সেইল কোঃ-অপঃ হাউসিং কমপ্লেক্স এর বাসিন্দারা এক সভায় মিলিত হয়ে , আশ্বাস কার্যকরী না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । সভায় বক্তব্য রাখেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায়। তিনি বাসিন্দাদের যৌথ আন্দোলন কে আরও জোরদার ও প্রসারিত করার আহ্বান জানান । সভাপতিত্ব করেন মনোজ চক্রবর্তী ।

No comments:

Post a Comment