Wednesday 24 January 2018

শ্রমজীবি মানুষের কাছে প্রস্তাবিত এফ.আর.ডি.আই বিল এক অশনি সংকেত ।



দুর্গাপুর,২৪শে জানুঃ :আজ সন্ধ্যায় , ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে আয়োজিত দেশের কর্মচারী-শ্রমজীবি মানুষের আন্দোলনের অন্যতম পথিকৃত প্রয়াত সুকোমল সেন এর স্মরণসভা ও স্মারক বক্তৃতা-আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন সারা ভারত কর্মচারী ফেডারেশনের অন্যতম নেতৃত্ব ।    প্রনব চট্টোপাধ্যায় ।তিনি বলেন নয়া উদার অর্থনীতি ও বিশ্বায়নের অমোঘ পরিনতি হল প্রস্তাবিত এফ.আর.ডি.আই বিল । বিশ্ব পুঁজিবাদ শ্রমজীবি মানুষ কে নয়া উদার অর্থনীতি ও বিশ্বায়নের গাড্ডায় ফেলে দিয়ে তাদের কে নিঃস্ব – রিক্ত – হত দরিদ্রে পরিনত করেছে । ভারতেও উদার অর্থনীতি ও বিশ্বায়নের বিষময় ফল জীবনের সর্ব ক্ষেত্রে অনিবার্য ভাবেই দেখা দিয়েছে । ধান্দার পুঁজিবাদ ইতিমধ্যে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ১০ লক্ষ কোটি টাকার বেশী আত্মসাৎ করেছে । এখন সরাসরি হাত বাড়িয়েছে জনগনের শেষ সঞ্চয়ের আমানত গ্রাস করার জন্য । প্রস্তাবিত এফ.আর.ডি.আই বিল প্রত্যাহারের জন্য তিনি চুড়ান্ত লড়াই এর আহ্বান জানান ।

সভার শুরুতে প্রয়াত সুকোমল সেন এর প্রতিকৃতিতে মাল্যদান ও নীরবতা পালন করা হয় । তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশ্বরূপ ব্যানার্জী ,দেবাশীষ লাহিরী ও প্রনব চট্টোপাধ্যায় । সভাপতিত্ব করেন রথীন রায় । বক্তৃতা শোনার জন্য হলে ভীড় উপচে পড়ে ।









No comments:

Post a Comment