Monday, 10 June 2019

বায়োমেট্রিক হাজিরা নিয়ে কর্তৃপক্ষের অযৌক্তিক পদক্ষেপের বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাতে শ্রমিকরা এককাট্টা : বিক্ষোভ সমাবেশ ।




দুর্গাপুর,১০ই জুন : গত ১লা জুন থেকে দুর্গাপুর ইস্পাতে কর্তৃপক্ষ একতরফা ভাবে বাধ্যতামূলক বায়োমেট্রিক হাজিরার কথা ঘোষনা করলেও শ্রমিক-কর্মচারীরা বায়োমেট্রিক হাজিরা দেন নি । সি.আই.টি.ইউ সহ অন্যান্য ট্রেড ইউনিয়ন কর্তৃপক্ষের এই পদক্ষেপের বিরুদ্ধে কড়া অবস্হান নিয়েছে এবং বায়োমেট্রিক হাজিরা বয়কটের ডাক দিয়েছে । আজ বিকালে দুর্গাপুর ইস্পাতের মেইন হাসপাতালের চত্বরে এই বিষয়ে ট্রেড ইউনিয়ন গুলির ডাকে এক প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বায়োমেট্রিক হাজিরার বিষয়ে কর্তৃপক্ষের উদ্দেশ্য কে  অভিসন্ধিমূলক বলে অভিযোগ তুলেছেন । গত ৩ বছর ধরে লোকসানে চলা সেইল ও দুর্গাপুর ইস্পাত লাভের মুখ দেখেছে । প্রতিকূল পরিস্হিতির মধ্যেও শ্রমিক-আধিকারিকদের নিরলস প্রচেষ্টায় উৎপাদন বৃদ্ধি এবং ৩ বছর বাদে সেইল মুনাফা করেছে । নীট মুনাফার পরিমান দুই হাজার একশ ঊনআশি কোটি টাকা । দুর্গাপুর ইস্পাত কারখানাও ৩ বছর বাদে মুনাফা করেছে । নীট মুনাফার পরিমান দুই শ আশি কোটি টাকা । নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে এই পরিস্হিতিতে শ্রমিকদের দীর্ঘদিনের ন্যায্য বকেয়া দাবি পূরনের বদলে কর্তৃপক্ষ কেন স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে একের পর এক সিদ্ধান্ত শ্রমিকদের উপরে চাপিয়ে দিয়ে কারখানার সুস্হ কাজের পরিবেশ কে বিঘ্নিত করছে? নেতৃবৃন্দ আরও প্রশ্ন তোলেন যে বেতন-চুক্তি দুই বছরের বেশী বকেয়া,পেনশন লাগুতে টালবাহানা,বিগত এনজেসিএস এর বকেয়া,হাউস রেন্ট ভাতা,ট্রেণীদের স্হায়ীকরন,কোয়ার্টার ও জমির লিজ-লাইসেন্সিং,ইস্পাত নগরী ও হাসপাতালের পরিষেবা উন্নতি ও সর্বোপরি দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন-সম্প্রসারনের মতো দীর্ঘদিনের দাবিগুলি বিষয়ে কর্তৃপক্ষ নীরব অথচ হটাৎ করে কে বা কাদের নির্দেশে কর্তৃপক্ষ একতরফা বায়ো-মেট্রিক’ হাজিরা লাগু করতে তৎপর হয়েছে ? কারখানার শৃংখলা রক্ষা অথবা সুষ্ঠ হাজিরা ব্যবস্হা বজায় রাখতে ইউনিয়ন গুলি সর্বদা সহযোগিতার হাত বাড়িয়েছে । এর প্রত্যক্ষ ফল হোল লোকসানে চলা সেইল ও দুর্গাপুর ইস্পাতে মুনাফা । কর্তৃপক্ষ একতরফা ‘বায়ো-মেট্রিক’ হাজিরা লাগু করতে চাইলেও,আইনে সেই সুযোগ নেই । শুধু তাই নয়, কর্তৃপক্ষ ‘বায়ো-মেট্রিকতথ্যের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রেও অপারগ বলে জানিয়েছে । এর ফলে শ্রমিক-কর্মচারীদের ‘বায়ো-মেট্রিক’ তথ্য নয়-ছয় হওয়ার বাস্তব আশংকা দেখা দিয়েছে ।নেতৃবৃন্দের পক্ষ থেকে অবিলম্বে ‘বায়ো-মেট্রিক’ হাজিরার নির্দেশ বাতিল করে কারখানার উৎপাদনের আরও শ্রীবৃদ্ধির স্বার্থে ইউনিয়ন গুলির সাথে কর্তৃপক্ষের সদর্থক আলোচনায় বসা উচিত বলে অভিমত প্রকাশ করেন । সি.আই.টি.ইউ--আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি-এ.আই.ইউ.টি.ইউ.সির এর ডাকে শ্রমিক-কর্মচারীদের প্রতিবাদ সভা চলাকালিন ইউনিয়ন গুলির এক যৌথ প্রতিনিধি দল মেডিক্যাল এ্যান্ড হেলথ সার্ভিসের ডাইরেক্টরের কাছে স্মারক লিপি জমা দেয় । সভায় বক্তব্য রেখেছেন অসীম সাহা,দেবাশীষ পাল,সুব্রত ভট্টাচার্য,শম্ভু প্রামানিক,রনজিত গুহ ঠাকুর,নন্দলাল দাস ও বিশ্বরূপ ব্যানার্জী ।





No comments:

Post a Comment