Sunday, 23 June 2019

শিক্ষাকে বিজ্ঞানমনস্ক ও কুসংস্কারমুক্ত করে তুলতে হবে : ডঃ পবিত্র সরকার




দুর্গাপুর,২৩শে জুন : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ উপলক্ষ্যে বিদ্যাসাগর স্মারক বক্তৃতায় ,’শিক্ষা,জীবকা ও সমাজ’- শীর্ষক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন ডঃ পবিত্র সরকার । তিনি ছিলেন একমাত্র আলোচক । তিনি আরও বলেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য শিক্ষা কে বাস্তবমুখী,সময়োপযোগি ও সমাজ গঠনের সহায়ক হতে হবে ।    
        
       এর আগে,আলোচনা সভার শুরুতে ভাষাবিদ ও শিক্ষাবিদ ডঃ পবিত্র সরকার কে ইউনিয়নের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় । সংবর্ধনা দেওয়া হয় সোহম মিস্ত্রি ও শুভদীপ মন্ডল কে । সোহম মিস্ত্রি এবছরে পঃ বঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্হান অধিকার করেছেন ।এছাড়াও আইআইটির প্রবেশিকায় ৪৮-তম,সিবিএসসি-র দ্বাদশ শ্রেনীর পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্হান,ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের প্রবেশিকায় ১০-ম ও কিশোর বিজ্ঞানীদের ( কেভিপিওয়াই) সর্বভারতীয় পরীক্ষায় ১৯-তম স্হান দখল করেছে সোহম মিস্ত্রি। মুম্বাই আইআইটি তে কম্প্যুটার সায়েন্স নিয়ে পড়বেন সোহম মিস্ত্রি । সোহমের বাবা পঙ্কজ মিস্ত্রি দুর্গাপুর ইস্পাত কারখানার ই.টি.এল বিভাগে ও মা দোলা মিস্ত্রি দুর্গাপুর ইস্পাত কারখানার আর.সি ল্যাবে কর্মরত শ্রমিক । নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির ছাত্র শুভদীপ মণ্ডল এ বার মাধ্যমিকে ৬৬৩ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন।রাজ্যে শুভদীপই দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে।সঙ্গীতে দক্ষ শুভদীপ মণ্ডল নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমিতে কলা বিভাগে ভর্তি হয়েছেন।শুভদীপের বাবা আদিত্য মণ্ডল দুর্গাপুর স্টিল প্লান্টের (ডিএসপি) কর্মী।
আজকের অনুষ্ঠানে উপস্হিত ছিলেন দুর্গাপুর (পূর্ব) এর বিধায়ক সন্তোষ দেবরায়,প্রাক্তন রাজ্যসভার সাংসদ জীবন রায় সহ ইউনিয়ন এর ও গন আন্দোলনের বিশিষ্ট নেতৃবৃন্দ । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌরভ দত্ত । সভাপতিত্ব করেন কাজল মজুমদার । অনুষ্ঠানের সূচনায় সঙ্গীত পরিবেশন করেন ইউনিয়নের সাংস্কৃতিক শাখার শিল্পীরা ।























No comments:

Post a Comment