Friday, 14 June 2019

সেইলের মেডিক্লেম নিয়ে অচলবস্হা কাটানোর দাবিতে বিক্ষোভ : বায়োমেট্রিক হাজিরা নিয়ে বিক্ষোভ চলছে ।




দুর্গাপুর,১৪ই জুন : সেইলের ২০১৯-২০ বর্ষে মেডিক্লেম নিয়ে চরম জটিলতা তৈরি হয়েছে । প্রথম দফায় মাত্র তিন মাসের ( ১১ই এপ্রিল থেকে ১০ই জুলাই ) জন্য মেডিক্লেমের রিন্যুয়াল হয়েছে । বছরের বাকি সময়ে কি হবে,তাই নিয়ে চরম আতংকের মধ্যে দিন কাঠাচ্ছেন সেইল ( স্টিল অথরিটি অফ ইন্ডিয়া) এর অবসরপ্রাপ্ত মেডিক্লেমের সদস্যরা । ইতিমধ্যে সেইল রিটেয়ারিস ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দফায় দফায় সেইল কর্তৃপক্ষ ও ইউনাইটেড ইন্ডিয়া ইনস্যুরেন্স এর সাথে আলোচনায় বসলেও জট কাটেনি । এর ফলে মেডিক্লেম ব্যবস্হা লাটে ওঠার আশংকা তৈরি হয়েছে । অবিলম্বে অচলবস্হা কাটানোর দাবিতে আজ সকালে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের অবসরপ্রাপ্তদের সংগঠন এক্স এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসো: ও সহমর্মী-র যৌথ আহ্বানে দুর্গাপুর ইস্পাতের নগর প্রশাসনিক ভবনের সামনে বিশাল বিক্ষোভ সমাবেশ হয় । সমাবেশে অবসরপ্রাপ্তদের বিভিন্ন সংগঠন ও সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি এর পক্ষ থেকে বক্তব্য রাখা হয় । বক্তব্য রেখেছেন এস.কে.দাস,পি.কে.দাস,স্বপন মজুমদার,কাজল মজুমদার,মলয় ভট্টাচার্য,সুব্রত ভট্টাচার্য,নিরঞ্জন রায়,কে.কে পাল ও অশোক চক্রবর্তী । বক্তারা অবিলম্বে  সেইলের মেডিক্লেম নিয়ে অচলবস্হা কাটানোর জন্য সেইল কর্তৃপক্ষ কে উদ্যোগী হওয়ার দাবি জানানোর পাশাপাশি দুর্গাপুর ইস্পাতের মেইন হাসপাতালের পরিকাঠামো উন্নত করার দাবি জানান । সমাবেশ চলাকালিন এক যৌথ প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দিয়েছেন । এই দাবিতে সেইলের সর্বত্র বিক্ষোভ সমাবেশ হয়েছে বলে সেইল রিটেয়ারিস ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে স্বপন মজুমদার জানিয়েছেন । হিন্দুস্হান স্টিল এম্পলয়িজ ইউনিয়ন (  সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে অবিলম্বে সেইলের মেডিক্লেম নিয়ে অচলবস্হা কাটানোর জন্য দাবি জানানো হয়েছে বলে ইউনিয়নের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী জানিয়েছেন ।
এদিকে বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের একতরফা সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে লাগাতার শ্রমিক বিক্ষোভ চলছে । আজ দুপুরে সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি এর যৌথ আহ্বানে দুর্গাপুর ইস্পাতের নগর প্রশাসনিক এক বিক্ষোভ সমাবেশে পুনরায় বায়োমেট্রিক হাজিরা নিয়ে কর্তৃপক্ষের একতরফা সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয় । বক্তব্য রেখেছেন স্বপন মজুমদার,দেবাশীষ পাল, সুব্রত ভট্টাচার্য,বিশ্বজিত রায় ও রনজিত গুহ ঠাকুর। সমাবেশ চলাকালিন এক যৌথ প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দিয়েছেন ।






No comments:

Post a Comment