Wednesday, 19 June 2019

অ্যালয় স্টিল প্ল্যান্টের বিক্রি রুখতে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইএর শপথ ।




দুর্গাপুর,১৯শে জুন : আজ বিকালে অ্যালয় স্টিল প্ল্যান্টের ইডি(ওয়ার্কস) এর দফ্তরে এক বিশাল প্রতিবাদ সভায় শ্রমিকরা স্পষ্ট ভাবেই জানিয়ে দিলেন কারখানা বিক্রির যে কোন চেষ্টা তারা চরম বিরোধিতা করবেন । সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি- আই.এন.টি.টি.ইউ.সি-র ডাকে আজকের বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা কারখানার থেকে মিছিল করে আসেন ।
  নির্বাচনের মাঝে মোদি সরকার রাষ্ট্রায়ত্ব সংস্হা বিক্রির নতুন পরিকল্পনার কথা শোনায় । এই পরিকল্পনায় নীতি আয়োগের অনুমতি ছাড়াই সংশ্লিষ্ট মন্ত্রকের ইচ্ছা অনুযায়ী যে কোন রাষ্ট্রায়ত্ব সংস্হা নিলামের মাধ্যমে বিক্রির সংস্হান রাখা হয়েছে । সেইলের অ্যালয় স্টিল প্ল্যান্ট,ভদ্রাবতি ও সালেম স্টিল প্ল্যান্ট সহ ৪২টি রাষ্ট্রায়ত্ব সংস্হা সরাসরি এই কায়দায় নিলামের মাধ্যমে বিক্রির দিকে এগোচ্ছে ।অথচ গত অর্থবর্ষে অ্যালয় স্টিল প্ল্যান্ট ৮২০ কোটি টাকার বানিজ্য করে শ্রমিক-আধকারিকদের বেতনের খরচা মিটিয়ে কেন্দ্র ও রাজ্যের কাছে ১০০ কোটি টাকা শুল্ক বাবদ তুলে দিয়েছে । ক্ষতির পরিমান বিগত বছরের তুলনায় চার কোটি টাকা কমেছে । এই মূহুর্তে হাতে আছে প্রচুর অর্ডার । প্রকৃত অর্থে আন্তর্জাতিক মানের অ্যালয় স্টিল প্ল্যান্টের উৎপাদিত বিশেষ ইস্পাত দেশের আলপিন থেকে আনবিক – সকল ক্ষেত্রে অপরিহার্য উপাদান ।      
     এই অবস্হায় যখন স্হায়ী ও ঠিকা শ্রমিকরা উৎপাদনের স্বার্থে আপ্রান পরিশ্রম করছেন, তখন কতিপয় আধিকারিক শ্রমিক বিরোধী আচরন করছেন বলে শ্রমিকরা অভিযোগ তুলেছেন ।কর্তৃপক্ষ স্হায়ী শ্রমিকদের ‘এক্সিট পাস’ দেওয়া বন্ধ করছে । চরমে উঠেছে ঠিকা শ্রমিকদের বিরুদ্ধে আচারন । তাদের পাঁচ কিস্তি বকেয়া ভিডিএ দীর্ঘদিন ধরে দেওয়া হয় নি । ঠিকা শ্রমিকদের গালিগালাজ,ছুটি মঞ্জুর না করা,গেটপাশ কেড়ে নিয়ে কাজের থেকে বের করে দেওয়ার হুমকির মত বিশৃংখল কাজে লিপ্ত হয়েছেন কতিপয় আধিকারিক । এই অবস্হা চরমে ওঠে গত ৫ই জুন । ঐদিন ইউনিয়ন নেতৃবৃন্দ আলোচনার জন্য গেলে ,জিএম ( আই.সি.,ওয়ার্কর্স) নেতৃবৃন্দের সাথে অশালীন আচরন করেন বলে নেতৃবৃন্দ অভিযোগ করেছেন । এই ঘটনায় শ্রমিকরা ক্ষোভে ফুঁসছিলেন । আজকের সমাবেশে বক্তারা ক্ষোভ উগরে দিয়ে কর্তৃপক্ষ কে মোদি সরকারের কারখানা বিক্রির জন্য প্ররোচকের ভূমিকা পালন করা থেকে বিরত থাকার জন্য হুঁশিয়ারি দেন । একই সাথে কারখানা বিক্রি রুখতে যে কোন রকম পরিস্হিতির মোকাবিলার জন্য বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য বক্তারা আহ্বান জানান । বক্তব্য রেখেছেন বিজয় সাহা,ললিত মিশ্র,মতিলাল সিনহা,চন্দন ঘোষ,রাজা চ্যাটার্জী,অনিত মল্লিক,বিকাশ ঘটক,বিনয়েন্দ্রকিশর চক্রবর্তী ও দুর্গাপুর(পূর্ব) এর বিধায়ক সন্তোষ দেবরায় । সমাবেশ চলাকালীন যৌথ প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন ।









No comments:

Post a Comment