
দুর্গাপুর,২রা জুন : আবারও দুর্ঘটনার
কবলে পড়ে দুর্গাপুর ইস্পাত কারখানায় আহত হলেন দুই শ্রমিক । আজ ব্লাষ্ট ফার্নেসে ল্যানসিং
করতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারনে গরম স্টিমে ঝলসে গেলেন দুই স্হায়ী শ্রমিক মধুসূধন
ব্যানার্জী ও প্রবাল ব্যানার্জী । প্রথমে তাদের দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে
নিয়ে যাওয়া হয় । পরবর্তীকালে মধুসূধন ব্যানার্জী কে স্হানীয় মিশন হাসপাতালে স্হানান্তরিত
করা হয় ।
প্রবাল ব্যানার্জী কে প্রাথমিক
চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় । ভোর পাঁচ টা নাগাদ দুর্ঘটনা ঘটে । খবর পাওয়া মাত্র হিন্দুস্হান
স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর নেতৃবৃন্দ ঘটনাস্হলে ছুটে যান এবং আহতদের
পাশে সর্বক্ষন থাকছেন।
দুর্গাপুর ইস্পাত
কারখানার শ্রমিক সুরক্ষায় কর্তৃপক্ষের ব্যর্থতা বারে বারে সামনে আসছে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ
থেকে বিশ্বরূপ ব্যানার্জী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন যে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষের
কাছে কারখানার নিরাপত্তা বৃ্দ্ধি করতে দীর্ঘদিন ধরে চলে আসা শ্রমিকদের প্রতিনিধিত্বমূলক
বিভিন্ন স্তরের সেফটি কমিটি গুলিকে অবিলম্বে সক্রিয় করার বার বার দাবি জানালেও, কর্তৃপক্ষ
ধারাবাহিকভাবে সেই দাবি অগ্রাহ্য করছে । আহত হচ্ছেন, প্রান হারাচ্ছেন শ্রমিক ও আধিকারিকরা । এরফলে শ্রমিকদের ও
শ্রমিক পরিবারদের মধ্যে আতংক তৈরি হয়েছে,তাদের মনোবলে চিড় ধরেছে যা কারখানার উৎপাদনশীলতা
কে ধাক্কা দিতে পারে । কর্মস্হলে সুরক্ষা পাওয়া শ্রমিকদের অধিকার । ‘রক্তপাত-শূণ্য
ইস্পাত’ উৎপাদনের স্বার্থে কারখানায় অবিলম্বে শ্রমিকদের প্রতিনিধিত্বমূলক বিভিন্ন স্তরের সেফটি
কমিটি গুলিকে সক্রিয় করার পাশাপাশি জোরদার নজরদারি ও প্রয়োজনীয় ব্যয়-বরাদ্দের তিনি
দাবি জানান।অন্যদিকে সম্প্রসারন ও আধুনিকিকরন জরুরী হয়ে পড়েছে । স্হায়ী দক্ষ শ্রমিকের
পরিবর্তে ব্যপকহারে ঠিকাদারি-করনের ফলে দুর্ঘটনা বেড়ে চলেছে । তিনি সতর্ক করে দিয়ে
বলেন যে আজকের দুর্ঘটনা আবারও ইউনিয়নের সতর্ক বার্তা গ্রাহ্য করা জন্য কর্তৃপক্ষের
কাছে দাবি জানাচ্ছে । এছাড়াও আহত শ্রমিক মধুসূধন ব্যানার্জীর জন্য প্রয়োজনীয় সমস্ত ধরনের চিকিৎসার জন্য তিনি কর্তৃপক্ষের কাছে
দাবি জানান ।
No comments:
Post a Comment