Tuesday, 18 June 2019

ইস্পাতনগরীতে জল ও বিদ্যুৎ পরিষেবার ক্রমাবনতির বিরুদ্ধে সি.আই.টি.ইউ এর ডাকে বিক্ষোভ-সমাবেশ ।



দুর্গাপুর,১৮ই জুন: গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মধ্যে ইস্পাতনগরীতে তৈরি হওয়া জল ও বিদ্যুৎ সংকট নিয়ে জেরবার হচ্ছেন মানুষ । দফায় দফায় সারাই করার জন্য শাট ডাউন করার ফলে বিদ্যুৎ সরবরাহের উপর প্রতিকূল প্রভাব পড়েছে । আবার ‘নিয়ন্ত্রিত’ জল সরবরাহের নামে অপর্যাপ্ত জল সরবরাহের ফলে এই গরমে মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে । আজ এর প্রতিবাদে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর জরুরী ডাকে সারা দিয়ে দলে দলে শ্রমিক দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস) এর দফ্তরের সামনে বিক্ষোভ দেখান । সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী,ললিত মিশ্র,প্রদ্যুত মুখার্জী ও বাবুরাম শর্মা । প্রায় ৬০ বছরের পুরানো ইস্পাতনগরীতে  নাগরিক পরিষেবার পরিকাঠামো জরাজীর্ণ হয়ে পড়েছে । সময়ের সাথে সাথে লোকসংখ্যা বৃদ্ধি হয়েছে , চাহিদা বৃদ্ধি পেয়েছে,কিন্তু তার সাথে সংগতিপূর্ন পরিষেবা পরিকাঠামো গড়ে তোলার জন্য ইস্পাত কর্তৃপক্ষ প্রয়োজনীয় বিনিয়োগ করছে না বলে অভিযোগ করেছেন বক্তারা । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর পক্ষ থেকে এই বিষয়ে ধারাবাহিক ভাবে আন্দোলন করে ইস্পাত কর্তৃপক্ষ কে সতর্ক করা হলেও , কর্তৃপক্ষ ভ্রুক্ষেপ করে নি । জল সরবরাহ ব্যবস্হার সাথে সাথে জলের উৎস্হলও বিপন্ন হয়ে পড়েছে । ডিভিসি-র ক্রমান্বয় অবহেলায় সমগ্র দুর্গাপুর শিল্পাঞ্চলের জল সরবরাহের উৎস দামোদর নদের চ্যানেল পলি পরে বুজে এসেছে । এই অবস্হায় ভয়াবহ পরিস্হিতির মোকাবিলায় ইউনিয়ন সুনির্দিষ্ট প্রস্তাব দিলেও , ইস্পাত কর্তৃপক্ষ উপেক্ষা করছে কারন মোদি সরকারের ঘোষিত নীতি হল সেইলের টাউনশীপের বেসরকারীকরন । ফলে ইস্পাতনগরীর জল সহ সমস্ত পরিষেবা বিপদাপন্ন হয়ে পড়েছে । অন্যদিকে ইস্পাত কর্তৃপক্ষ বিদ্যুৎ সহ অন্যান্য পরিষেবার বেপরোয়া মূল্য বৃদ্ধি ঘটাচ্ছে । কিন্তু পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় মেরামতি অথবা রক্ষনাবেক্ষন এবং আধুনীকিকরনের জন্য প্রয়োজনীয় ব্যয়-বরাদ্দ করছে না । এর ফলে বিপত্তি ঘটছে বলে বক্তারা অভিযোগ তোলেন । সমাবেশ চলাকালিন ইউনিয়নের একটি প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিতে গেলে,কর্তৃপক্ষ সমস্যা সমাধানে অবিলম্বে ইউনিয়নের সাথে আলোচনার দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছে বলে ফিরে এসে প্রতিনিধিদলের পক্ষ থেকে বাবুরাম শর্মা জানিয়েছেন । ইউনিয়নের পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জী জানিয়েছেন যে ইস্পাতনগরীর পরিষেবা বেসরকারীকরন বিরুদ্ধে ও  ইস্পাতনগরীর পরিষেবা উন্নতির জন্য ধারাবাহিক লড়াই করছে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন। আজকে যখন সেইল ও দুর্গাপুর ইস্পাত লাভের মুখ দেখেছে তখন এই লড়াই ইউনিয়ন জোরদার করবে । উৎপাদনের স্বার্থেও দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের ইস্পাতনগরীর পরিষেবা উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যয়-বৃদ্ধি ও অন্যান্য পদক্ষেপ গ্রহন করা উচিত ।





No comments:

Post a Comment