Thursday, 27 June 2019

শান্তি ও সম্প্রীতির আহ্বান ইস্পাতনগরীরতে জানিয়ে মিছিল ।




দুর্গাপুর,২৭শে জুন : ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির ডাকে নির্বাচনের পরে তৃণমূল-বিজেপির ইন্ধনে রাজ্য জুড়ে ঘটে চলা ক্রমাগত হিংসা বিরুদ্ধে,সি.পি.আই.(এম) কর্মীদের খুন ও রাজ্যের শাসকদলের কাটমানি-কেলেংকারির বিচার চেয়ে এবং তৃণমূল-বিজেপির চক্রান্তে সাম্প্রদায়িক হানাহানি রোখার আহ্বান জানিয়ে আজ বিকালে ইস্পাতনগরীর বুকে মিছিল হোল । মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন সন্তোষ দেবরায়,পঙ্কজ রায় সরকার,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত প্রমূখ । মিছিল ট্রাঙ্ক রোড মোড় হয়ে শালবাগান মোড় ও নিশানহাট বস্তি অঞ্চলের উপর দিয়ে যায় । ভোটের পরে এই অঞ্চলে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ কে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি উত্তেজনায় মদত যোগায় ও সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার চেষ্টা করে । স্হানীয় পুলিশ ফাঁড়ি ভাঙ্গচূর  ও বোমাবাজি হয়। পুলিশী অভিযানে বহু নিরীহ মানুষ অত্যাচারিত হয় । মিছিল এই অঞ্চলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ঘর থেকে বেড়িয়ে বহু মানুষ রাস্তায় এসে দাঁড়ান । মিছিল শেষ হয় ট্রাঙ্ক রোড ফুটবল ময়দানে ।  






No comments:

Post a Comment