Thursday 3 October 2019

সাম্প্রদায়িক ফ্যাসিবাদি ও স্বৈরতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জেএনইউ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের লড়াই কে কুর্নিশ জানালেন দুর্গাপুরের ইস্পাত শ্রমিকরা ।




দুর্গাপুর,৩রা অক্টোবর : হিন্দুত্ব ফ্যাসিবাদ ও স্বৈরতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জেএনইউ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের লড়াই আর অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও,দুর্গাপুর ইস্পাত বাঁচাও,দুর্গাপুর বাঁচাও লড়াই মিলেমিশে একাকার হয়ে গেল আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রনদিভে ভবনে ।সংগ্রামী জেএনইউ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন কে দুই নবীন সারথির  মাধ্যমে সম্বর্ধনা জানালেন ইস্পাত শ্রমিকরা । সম্বর্ধনা দেওয়া হয় জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নবনির্বাচিত সভানেত্রী ও এসএফআই নেত্রী ঐশী ঘোষ ( দুর্গাপুরে বাড়ি ) ও এসএফআই এর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নেতা দেবরাজ দেবনাথ কে । সাম্প্রতিক নবান্ন অভিযানের সময় জেল বন্দী ও সাম্প্রতিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপর হিন্দুত্ব ফ্যাসিবাদ শক্তির হামলার প্রতিরোধ আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছেন দেবরাজ দেবনাথ । দুজনেই শ্রমিক পরিবারের সদস্য । সম্বর্ধনার উদ্যোক্তা হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর সভাপতি বর্ষীয়ান শ্রমিকনেতা রথিন রায় নবীন সারথিদের স্বাগত জানিয়ে দুর্গাপুরের ইস্পাত শ্রমিক আন্দোলনের সাথে বাম ছাত্র আন্দোলনের দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে বর্তমানের অন্ধকারাচ্ছন্ন সময়ে ছাত্রদের মশাল জ্বালানোর ভুমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন । সম্বর্ধনা জানানোর সময় ঐশী ঘোষ ও দেবরাজ দেবনাথ এর হাতে পুষ্পস্তবক,স্মারক ও মানপত্র তুলে দেন রথিন রায়,জীবন রায়, আর.পি.গাঙ্গুলি,ললিত মিশ্র,প্রকাশতরু চক্রবর্তী,মলয় ভট্টাচার্য ও দুর্গাপুর(পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় । বি.টি.রণদিভে ভবনে উপচে পড়া ভীড় ও উচ্ছাস ছাপিয়ে ঐশী ঘোষ ও দেবরাজ দেবনাথ দৃঢ় কন্ঠে জানিয়ে দিলেন যে হিন্দুত্ব ফ্যাসিবাদ , স্বৈরতান্ত্রিক ও কর্পোরেটের অশুভ শক্তির বিরুদ্ধে , মোদি ও মমতা সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন জোড়দার হয়ে উঠছে ,এসএফআই তাকে আরও শক্তিশালি করে তুলবেই । অনুষ্ঠানের সঞ্চালনা করেন সৌরভ দত্ত । 


























No comments:

Post a Comment