Sunday 20 October 2019

কেন্দ্রের নীতির বিরুদ্ধে ইস্পাতনগরী জুড়ে প্রচারসভা-অবস্হান ।




দুর্গাপুর,২০শে অক্টোবর : ‘রুজি রোজগার বাঁচাও,জিনিসপত্রের দাম নিয়ন্ত্রন করো,এনআরসি’র আতঙ্ক হটাও’- এই দাবিতে বামফ্রন্টের ডাকে সারা রাজ্যের সাথে সোচ্চার হয়েছেন ইস্পাতনগরীর মানুষ । ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির উদ্যোগে ১৯-২০ অক্টোঃ ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলে চন্ডিদাস বাজার,সেইল আবাসন অঞ্চল,আশিস মার্কেট ও রঘুনাথপুরে চারটি পৃথক প্রচারসভা-অবস্হান অনুষ্ঠিত হয়েছে । কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারের একের পর এক জনবিরোধী নীতির ফলে দেশের,রাজ্যের মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে । বিপন্ন দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চল । বিপন্ন ইস্পাত শিল্প । অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রি করতে চাইছে মোদি সরকার । অস্বাভাবিক মূল্যবৃদ্ধি,ব্যাঙ্কের গচ্ছিত টাকা নিয়ে ছিনিমিনি,রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রকে ধ্বংস করার জন্য খোলাখুলি পদক্ষেপ,অর্থনীতিতে নজীরবিহিন মন্দা, বেকারিত্ব,কর্মহীনতা,বেলাগাম দূর্ণীতি,এনআরসি কে ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক,হয়রানি এবং সাম্প্রদায়িক বিভেদ প্রভৃতি বিষয় ঘিরে পার্টির বক্তব্য তুলে ধরে বক্তারা জোড়ালো আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানান ।











No comments:

Post a Comment