Sunday 27 October 2019

দীপাবলিতেও ইস্পাতনগরীতে প্রগতিশীল সাহিত্যের বুকস্টল ঘিরে ভালো সারা মিলল ।




দুর্গাপুর,২৭শে অক্টোঃ : শারদোৎসবের মতই দীপাবলিতে ইস্পাতনগরীতে প্রগতিশীল সাহিত্যের বুকস্টল ঘিরে মানুষের মধ্যে ভালো সারা পড়েছে। আজ সন্ধায়, এডিশন রোডে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির উদ্যোগে তৈরি বুকস্টল থেকে আনুষ্ঠানিক বিক্রির আগেই বই বিক্রি শুরু হয়ে যায় । বুকস্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদি)-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী বলেন যে এই বছরে শারদোৎসবের সময়ে পার্টির উদ্যোগে জেলায় ৫২টি বুকস্টল হয়েছে ।শারদ সংখ্যা বিক্রি বাদ দিয়েও  দুই লক্ষাধিক টাকার বই বিক্রি হয়েছে । দ্রুত পরিবর্তনশীল অবস্হায় পার্টির ক্রমবর্ধমান ভুমিকা বৃদ্ধির সাথে সাথে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বইএর চাহিদা কেবল মাত্র পার্টি সভ্য-সমর্থক নয়,জনগনের বিভিন্ন অংশের মধ্যে বৃদ্ধি পেয়েছে । এই অবস্হায় বুকস্টল গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায়,বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত ,দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ । সঞ্চালনা করেন স্বপন মজুমদার । অন্যদিকে ,সেইল সমবায় আবাসন অঞ্চলে কবিগুরু মোড়ে (২য় স্টপেজে ) অপর একটি বুকস্টলের উদ্বোধন করে বক্তব্য রাখেন দুর্গাপুর(পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় । উপস্হিত ছিলেন স্বপন ব্যানার্জী,আল্পনা চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।














No comments:

Post a Comment