Wednesday 9 October 2019

ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বুকস্টলে মানুষের ভীড় ।




দুর্গাপুর,৯ই অক্টোবর : শারদোৎসব কে কেন্দ্র করে ইস্পাতনগরীতে প্রতি বছরের মত এবারও মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বুকস্টলে মানুষের ভীড় দেখা গেল।ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া কমিটির উদ্যোগে গত ৫ই অক্টোবর যথাক্রমে  নিউটন রোড ও শরৎচন্দ্র অ্যাভেন্যুতে দুটি পৃথক বুকস্টলের উদ্বোধন হয় । উদ্বোধন করেন দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায় । শরৎচন্দ্র অ্যাভেন্যু এর বুকস্টলে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সদ্য নির্বাচিত সভানেত্রী ঐশি ঘোষ কে সম্বর্ধনা জানানো হয় । বুকস্টলের উদ্বোধন করতে গিয়ে সন্তোষ দেবরায় বর্তমানের জটিল রাজনৈতিক পরস্হিতির মোকাবিলায় বই কিভাবে উপযুক্ত সাথী হয়ে উঠতে পারে তা ব্যাখ্যা করে,বই পড়ুয়ার সংখ্যা বৃদ্ধির আহ্বান জানান । অন্যদিকে ঐশি ঘোষ কিভাবে মোদি সরকার ছাত্রদের প্রকৃত জ্ঞান অর্জনের ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়িয়েছে ও তার বিরুদ্ধে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় জেএনইউ এর ছাত্র-ছাত্রীরা লড়াই গড়ে তুলেছে,সেই অভিজ্ঞতা বর্ণানা করে বই কে লড়াই এর হাতিয়ার করার আহ্বান জানান । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,স্বপন ব্যানার্জি,দিপক ঘোষ প্রমূখ । ২০১১ সালের পর থেকে ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বুকস্টল তৈরি করার বিরুদ্ধে শাসক দল তৃণমূলের পক্ষ থেকে বারে বারে হামলা-হুমকি দিলেও পার্টি কর্মি-সমর্থকরা অবিচল ছিলেন । এবারে তাদের অটুট ও বাড়ন্ত মনোবল দেখে শাসক দল ঘাঁটাবার চেষ্টা করে নি । কর্মীদের উৎসাহে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটি তাদের বুকস্টল একদিন বাড়িয়ে ৮ই অক্টোঃ পর্যন্ত খুলে রাখে । 












No comments:

Post a Comment