Sunday 13 October 2019

আজি হতে শত বর্ষ পরে …… : ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ১০০-তম বার্ষিক উদযাপন উপলক্ষ্যে ইস্পাতনগরী সেজে উঠছে ।




দুর্গাপুর,১৩ অক্টোঃ : ১৭ই অক্টোঃ,১৯২০। সদ্য প্রতিষ্ঠিত বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন এর তাশখন্দে সাত জন প্রবাসী বিপ্লবী মিলে গড়ে তোলেন ভারতের কমিউনিস্ট পার্টি । শত বর্ষ পার করে সময়ের পরীক্ষায় সসম্মানে উত্তীর্ন ভারতের কমিউনিস্ট আন্দোলন ।
    পার্টি প্রতিষ্ঠার ১০০-তম বার্ষিক উদযাপন উপলক্ষ্যে ইস্পাতনগরী সেজে উঠছে । শত রক্ত-পতাকায় সুসজ্জিত করা হয়েছে আশিস-জব্বার ভবন । দেওয়াল লিখন শুরু হয়েছে । আজ ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির উদ্যোগে দেওয়াল লিখন হল । পার্টি প্রতিষ্ঠার ১০০-তম বার্ষিক উদযাপন উপলক্ষ্যে ইস্পাতনগরীতে আরও কর্মসূচী নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষে দিপক ঘোষ ।








No comments:

Post a Comment