Friday 31 January 2020

জেলার অন্যতম সেরা হাসপাতালের হাল বেহাল : বিক্ষোভে সি.আই.টি.ইউ ।




দুর্গাপুর,৩১শে জানুঃ : অবিভক্ত বর্ধমান জেলার আমল থেকে জেলার তো বটেই পার্শ্ববর্তি জেলা সহ দুর্গাপুর শিল্পাঞ্চলের চিকিৎসার অন্যতম ভরসাস্হল হল দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল । দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মরত ও অবসরপ্রাপ্ত  শ্রমিক-আধিকারিক ও তাদের পরিবারবর্গের চিকিৎসার সাথে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্হার কর্মরতরা এবং সাধারন মানুষ কে সুলভ মূল্যে সুচিকিৎসা জুগিয়ে এসেছে মেইন হাসপাতাল । নয়া অর্থনীতির কোপে বিশেষতঃ মোদি সরকারের রাষ্ট্রায়ত্ব সংস্হা-বিরোধী নীতির ফলে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল সহ হেলথ সেন্টার ও প্ল্যান্ট মেডিক্যাল এর চিকিৎসা পরিকাঠামো দুরাবস্হার মুখে পড়েছে বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি অভিযোগ করেছেন । আজ এই বিষয়ে বিস্তারিত অভিযোগ ও সমাধানের জন্য প্রস্তাব জানিয়ে মেইন হাসপাতালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেডিক্যাল এ্যান্ড হেলথ সার্ভিস এর কর্তৃপক্ষের কাছে ইউনিয়নের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয় । এই বিষয়ে অবিলম্বে প্রতিবিধানের দাবিতে মেইন হাসপাতালের গেটে ইউনিয়নের পক্ষ থেকে সভা অনুষ্ঠিত হয় । বক্তারা অভিযোগ করেন যে ক্রমান্বয়ে ব্যয়-বরাদ্দ কমানো  এবং ডাক্তার-নার্স-স্বাস্হ্য কর্মিদের নিয়োগ অস্বাভবিক কমানোর ফলে স্বাস্হ্য পরিষেবা অবনতি হয়েছে ।কিছু হেলথ সেন্টার বন্ধ হয়েছে । বাকি গুলি আগের মতো পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে । ফলে মেইন হাসপাতালের উপর চাপ বাড়ছে । ৬০০ বেডের মেইন হাসপাতালে মোট ২২টি ওয়ার্ড আছে  । বছরে প্রায় ১০ লক্ষ রোগীর চিকিৎসা ( ইনডোর ও আউটডোর মিলিয়ে ) হয় মেইন হাসপাতালে ।মাত্র ৭০ জন ডাক্তার , ১০০ জন নার্স ও অপর্যাপ্ত স্বাস্হ কর্মি - ড্রেসার – ফার্মাসিস্ট – টেকনিশিয়ান নিয়ে অপ্রতুল স্বাস্হ্য পরিষেবায় বিপাকে পড়ছেন রোগীরা । হাসপাতালের শীততাপ-নিয়ন্ত্রিত  মর্গ,লিফট ও ভেন্টিলেশন  বিকল হচ্ছে হামেশাই । বিকল্প জল ও বিদ্যুৎ এর ব্যবস্হা না থাকায় সমস্যা বাড়ছে । বার্ন ইউনিট এর ব্যবস্হা আশানুরূপ নয় । আধুনিক স্ক্যানার মেশিন কোন অজ্ঞাত কারনে আসে নি । রেকর্ড রুমের অবস্হা শোচনীয় । ‘নো-পেপার’ ব্যবস্হা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না । আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্হাপনা যথাযথা নয় । এই বিষয়ে ইউনিয়নের পক্ষ থেকে বারংবার বলা হলেও কর্তৃপক্ষ কর্ণপাত না করায় চিকিৎসা পরিষেবার মত গুরুত্বপূর্ণ বিষয় অবহেলিত হচ্ছে । বক্তারা এই বিষয়ে ইউনিয়ন অত্যন্ত কড়া অবস্হান নিতে চলেছে বলে কর্তৃপক্ষ কে হুঁশিয়ারি দেন । বক্তব্য রাখেন প্রদ্যুত মুখার্জি,প্রকাশতরু চক্রবর্তি,স্বপন মজুমদার ও নিখিল দাস ।
  এ দিকে আজ সকালে জলঙ্গী-হত্যাকাণ্ড সহ গতকাল গান্ধীজী-র হত্যার ৭৩-তম দিবসে দেশ জুড়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সংবিধান রক্ষা ও সি.এ.এ.-এন.আর.সি-এন.পি.আর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আন্দোলনরত জামিয়া মিলিয়া ছাত্র-ছাত্রীদের মিছিলে এলোপাথারি গুলি চালনা, মানব-বন্ধনে অংশ নেওয়ার জন্য তপন সেন সহ সি.আই.টি.ইউ নেতৃত্ব, ময়ূখ বিশ্বাস,বিজু কৃষ্ণান সহ বাম নেতাদের দিল্লিতে গ্রেফ্তার,কানহাইয়া কুমার কে বিহার থেকে গ্রেফ্তার সহ দেশে ফ্যাসিবাদি প্রবনতার বৃদ্ধির জন্য মোদি সরকারের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা মিছিল করেন । মিছিল শেষে ইডি( ওয়ার্কস)-এর সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রদ্যুত মুখার্জি ও বিশ্বরূপ ব্যানার্জি ।



No comments:

Post a Comment