Thursday 30 January 2020

জলঙ্গী-জামিয়া তে হত্যা-গুলিবর্ষন এর প্রতিবাদে মিছিল : গান্ধী-স্মরণে সভা ।




দুর্গাপুর,৩০শে জানুঃ : গান্ধীজী-হত্যার ৭৩-তম দিবসের প্রাক্কালে গতকাল মুর্শিদাবাদের জলঙ্গীতে পুলিশের সামনে তৃণমূলের গুলিবর্ষনে নিহত হয়েছেন সি.এ.এ-এন.আর.সি-এন.পি.আর বিরুদ্ধে আন্দোলনরত দু-জন নিরীহ গ্রামবাসী । আহত হয়েছেন আরও কয়েক জন । আজ গান্ধীজীর শহিদ-দিবসের দিনে দিল্লিতে পুলিশের সামনে এক হিন্দুত্ববাদী উগ্রপন্হী গান্ধী-স্মরণে ও সি.এ.এ-এন.আর.সি-এন.পি.আর বিরুদ্ধে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মিছিলে এলোপাথারি গুলি চালিয়ে এক ছাত্র কে আহত করেছে । এর বিরুদ্ধে ও এন.আর.সি-এন.পি.আর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং সংবিধান রক্ষার শপথ নেওয়ার আহ্বান জানিয়ে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীতে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র আহ্বানে বি.টি.রণদিভে ভবনের সামনে থেকে একটি বিশাল মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে বি-জোন মেইন্টেন্যান্স এর সামনে শেষ হয় । মিছিলের নেতৃত্ব দেন সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি প্রমুখ ।
  এর পরে বি.টি.রণদিভে ভবনে দুর্গাপুর ইস্পাত ট্রেড ইউনিয়ন সমন্বয় ( সি.আই.টি.ইউ)-এর উদ্যোগে ,” গান্ধী না গডসে – কোন পথে ভারতের সংবিধান ”- শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা রথিন রায় ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ জীবন রায় । এক পৃথক অনুষ্ঠানে নিউটন সেক্টর অফিসে প্রয়াত ইস্পাত শ্রমিক নেতা শান্টু দেবরায় এর স্মরণ সভা অনুষ্ঠিত হয় । প্রধান বক্তা ছিলেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় ।






No comments:

Post a Comment