Wednesday 8 January 2020

ইস্পাতনগরীতে ধর্মঘটের দাপট ফিরল : ইস্পাত শ্রমিকদের মধ্যে ধর্মঘটিদের সংখ্যা বৃদ্ধি পেল ।



দুর্গাপুর,৮ই জানুঃ : কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির ডাকে আজকের সর্বভারতীয় ধর্মঘটের দিনে ইস্পাতনগরীতে ধর্মঘটের অতীত দিনের মেজাজ ফিরে এল দিনের আলো ফোটার আগেই ধর্মঘটের সমর্থনে ইস্পাতনগরীতে এক যোগে বিভিন্ন জায়গায় বাম সমর্থকরা নেমে পড়েন পিকেটিং করতে নেমে পড়েন কখন পুলিশের সাথে,কখন শাসক দলের দুর্বৃত্বদের চোখ রাঙ্গানি কে উপেক্ষা করে তারা বিভিন্ন জায়গায় পিকেটিং করেন এর ফলে সকাল থেকে মিনিবাস চলাচল কার্যতঃ বন্ধ হয়ে যায় টোটো-অটোর সংখ্যা ছিল নগণ্য শাসক দলের শাসানিতে দোকান-পাট কিছু খোলা থাকলেও পরে অনেক দোকান বন্ধ হয়ে যায় বি-জোনে সি.আই.টি.ইউ এর মিছিল বের হয়ে চন্ডিদাস বাজারে গিয়ে দোকানদার দোকান বন্ধের আবেদন জানায় অধিকাংশ দোকানদার দোকান বন্ধ করে দেয় এতে ক্ষিপ্ত হয়ে বিজেপি-মনস্ক তৃণমূলের দুর্বৃত্বরা ধর্মঘটীদের উপর হামলা চালাবার চেষ্টা করে এবং জোর করে দোকান খোলানোর চেষ্টা করেও ব্যর্থ হয় একই ভাবে পুলিশ গিয়ে জোর করে স্টেট ব্যাঙ্কের বি-জোন শাখা খোলায় বলে সি.আই.টি.ইউ- তরফে অভিযোগ করে তবে ইউ.বি.আই এর বি-জোন শাখা সম্পূর্ন বন্ধ ছিল পরীক্ষার জন্য স্কুল থাকলেও ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক কম ছিল অন্য দিকে দুর্গাপুর ইস্পাত অ্যালয় স্টিল প্ল্যান্টে  শ্রমিকদের মধ্যে ধর্মঘটিদের সংখ্যা বিগত ধর্মঘটের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন এর ফলে বিভিন্ন বিভাগে যন্ত্রপাতি অচল হওয়ার পরিস্হিতি তৈরি হলে কর্তৃপক্ষ  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর সাহায্য চায় এবং ইউনিয়ন প্রয়োজনীয় সহায়তা করে । সন্ধ্যায় সফল ধর্মঘটের জন্য শ্রমিক ও নগরবাসী কে অভিনন্দন জানিয়ে সি.আই.টি.ইউ এর পক্ষ থেকে এক বিশাল মিছিল বি-জোন মেইন্টেন্যান্স থেকে বেড়িয়ে বিভিন্ন রাস্তা ঘুরে চন্ডিদাস বাজারে শেষ হয় । 

















No comments:

Post a Comment