Monday 6 January 2020

জেএনইউ এর উপর সংঘের হামলা – ৮ই জানুঃ সারা ভারত ধর্মঘট-নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে মিছিল-মিটিং এ উত্তাল ইস্পাতনগরী ।




দুর্গাপুর,৬ই জানুঃ : আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিল-মিটিং এ উত্তাল হয়ে ওঠে ইস্পাতনগরী সহ দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট ।     গতকাল সন্ধ্যায় বিশ্ব বিখ্যাত দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত পড়ুয়া,ছাত্র সংসদের সভানেত্রী ঐশি ঘোষ সহ শিক্ষকদের উপরে এবিভিপি নামধারি সংঘী গুণ্ডাদের নৃশংস হামলার বিরুদ্ধে এবং ৮ই জানুঃ সারা ভারত ধর্মঘট-নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে কাকভোর সকালে ইস্পাতনগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিলি ও গেট-মিটিং হয় । এর পরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার অভ্যন্তরে অর্জুন মূর্তির সামনে শ্রমিক জমায়েত হয় এবং পরে এক বাইক মিছিল সারা প্ল্যান্ট পরিক্রমা করে । অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটের শ্রমিক জমায়েত হয় । দুপুরে ইস্পাতনগরীর সি-জোনে আচার্য জগদীশচন্দ্র বসু হলে ( চিলড্রেন্স অ্যাকাডেমি ) ট্রেড ইউনিয়নের যৌথমঞ্চ ( বিএমএস ও তৃণমূল বাদে ) ‘ অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও - দুর্গাপুর ইস্পাত বাঁচাও – দুর্গাপুর বাঁচাও ‘ এর পক্ষে আয়োজিত শ্রমিক কনভেনশনে ৮ই জানুঃ ধর্মঘট কে সর্বাত্মক করার পাশাপাশি নাগরিকত্ব সংশোধন আইন-এনআরসি-এনপিআর এর বিরুদ্ধেও তীব্র লড়াই চালানোর আহ্বান জানানো হয় । বক্তব্য রাখেন বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি,বিকাশ ঘটক,জীবন রায়,রবীন্দ্র ঠাকুর,অনিত মল্লিক,সুব্রত ভট্টাচার্য,বিশ্বরূপ ব্যানার্জী ও দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় । কনভেনশনে গতকাল জেএনইউ তে আন্দোলনরত পড়ুয়া,ছাত্র সংসদের সভানেত্রী ঐশি ঘোষ সহ শিক্ষকদের উপরে এবিভিপির গুণ্ডাদের নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ও জেএনইউ তে আন্দোলনরত পড়ুয়া-শিক্ষকদের প্রতি সহমর্মিতা জানিয়ে  প্রস্তাব গ্রহন করে জেএনইউ ছাত্র-সংসদ কে পাঠিয়ে দেওয়া হয় । পরে কনভেনশনে আগত প্রতিনিধিদের এক বিশাল মিছিল সি-জোনের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে । সন্ধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১, ২ ও ৩  এরিয়া কমিটির পক্ষ থেকে বি-জোন ও এ-জোনে মিছিল বার করা হয় এবং কণিষ্ক মোড়ে সভা করা হয় । 
















No comments:

Post a Comment