Friday 3 January 2020

বৃষ্টিও দমাতে পারল না ইস্পাতনগরীতে ৮ই জানুঃ ধর্মঘটের সমর্থনে লাগাতার প্রচার ।




দুর্গাপুর,৩রা জানুঃ : কাল রাত্রি বেলায় লাগাতার বৃষ্টি আজ সকালে থামলেও মাঝে মধ্যে বৃষ্টি চলছে । কিন্তু তার মধ্যেই আজ সারা দিন ও সন্ধ্যায় ধর্মঘটের সমর্থনে প্রচার চলল ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চল সহ দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে ।সকালে ও দুপুরে কারখানার বিভাগে বিভাগে ধর্মঘটের সমর্থনে সি.আই.টি.ইউ এর পক্ষ থেকে প্রচার চলে । সন্ধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির ডাকে ধর্মঘটের সমর্থনে শিবাজী রোড থেকে মিছিল বেরিয়ে অশোক এভিন্যু পর্যন্ত যায় । সন্ধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া কমিটির পক্ষ থেকে ভগত সিং মোড়ে ধর্মঘটের সমর্থনে সভায় বক্তব্য রাখেন আল্পনা চৌধুরী,মলয় ভট্টাচার্য ও প্রকাশতরু চক্রবর্তি।
                        অন্যদিকে ধর্মঘটের সমর্থনে প্রচারের মাঝেই দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের পক্ষ ইস্পাতনগরীর কোয়ার্টার্সে একতরফা বিদ্যুৎ মাসুল বৃদ্ধি ( এরিয়ার সহ ) করার বিরুদ্ধে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর ডাকে আজ দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার ই.ডি.(পি এ্যান্ড এ ) দফ্তরে শ্রমিকরা প্রবল বিক্ষোভ দেখান । জমায়েতে বক্তব্য রাখেন স্বপন মজুমদার,প্রদ্যুত মুখার্জি,পার্থ মুখার্জী ও বিশ্বরূপ ব্যানার্জি ।







No comments:

Post a Comment