Monday, 22 June 2020

থ্যালাসেমিয়া রোগিদের জন্য ইস্পাতনগরীতে রক্তদান শিবির ।




দুর্গাপুর,২২শে জুন : বর্তমান উদ্ভূত কঠিন পরিস্থিতিতে বিভিন্ন রোগে আক্রন্ত রোগীরা রক্তের অভাবে এক চরম সংকটের মধ্যে পড়েছে।এই বিশেষ পরিস্থিতির কথা বিবেচনায় রেখে দুর্গাপুর সোসাইটি ফর প্রিভেনশন অফ থ্যালাসেমিয়া এন্ড এইডস এর উদ্যোগে দুর্গাপুর মহকুমা হাসপাতাল এবং দুর্গাপুর ব্লাড ডোনারস্ এ্যাসোসিয়েশন এর সহযোগিতায় গত ১৬ই জুন দুর্গাপুর থ্যালাসেমিয়া সেন্টারে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরে জন মহিলা ১০ জন পুরুষ রক্ত দান করেছেন।দুর্গাপুর(পূর্ব )-এর  বিধায়ক  সন্তোষ দেবরায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন। এছাড়া কবি ঘোষ, প্রদীপ চক্রবর্তী, গোপী রঞ্জন বসু উপস্থিত ছিলেন। এই লকডাউন পরিস্থিতিতে যারা রক্ত দিয়ে আক্রন্ত রোগীদের পাশে দাঁড়ালেন তাদের সকলকে দুর্গাপুর থ্যালাসেমিয়া সোসাইটির পক্ষ থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জানানো হয়।



No comments:

Post a Comment