Thursday 4 June 2020

ইস্পাতনগরীতে ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ালো এসএফআই ।




দুর্গাপুর,৪ঠা জুন : লকডাউনের মাঝে বিপদে পড়েছেন ছাত্র-ছাত্রীরা । স্কুল-কলেজ বন্ধ । উন্নত প্রযুক্তি-ভিত্তিক ‘অনলাইন-ক্লাস’ থেকে অধিকাংশ ছাত্র-ছাত্রীরা বঞ্চিত । চিন্তায় পড়েছেন ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা । লকডাউনের ফলে বিশাল সংখ্যক মানুষ কাজ হারিয়েছেন । প্রান্তিক পরিবারের  অভিভাবকেরা ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রাথমিক জিনিষপত্র জোগান দিতে হিমসিম খাচ্ছেন । এই অবস্হায় ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের চিন্তা মুক্ত করতে এগিয়ে এল ভারতের ছাত্র ফেডারেশন । আজ সকালে ইস্পাতনগরীর এসএফআই এর পক্ষ থেকে ইস্পাতনগরীর বি-জোনে নাগার্জুন রোডে মিলন চক্রের মাঠে ১০০ জন ছাত্র-ছাত্রীর হাতে তুলে দেওয়া হল খাতা-পেনসিল-মাস্ক-বিস্কুট । উপস্হিত ছিলেন ছাত্র নেতা রোশন শর্ম্মা,অর্কপ্রভ গন,ঋষভ দে,মানবপুত্র সহ গন আন্দোলনের নেতৃবৃন্দ সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জি,স্বপন সরকার প্রমুখ । 







No comments:

Post a Comment