Monday 8 June 2020

বর্ণবৈষম্যবাদ ও কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে গর্জে উঠলেন ইস্পাত শ্রমিকরা ।




দুর্গাপুর,৮ই জুন : ওরা আমাদের গান গাইতে দেয় না নিগ্রো ভাই আমার পল রবসন, ….. হেমাঙ্গ বিশ্বাসের কথা ও সুরের সেই অসাধারন গান মূর্ত হয়ে উঠল গত ২৫শে মে আমেরিকা যুক্তরাষ্ট্রের মিনোসেটা রাজ্যের মিনিয়াপোলিস শহরে বিভীষিকাময় পরিনতিতে । কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড কে আক্ষরিক অর্থে ঘাড় মটকে মেরে ফেলল একদল শ্বেতাঙ্গ পুলিশের । বাঁচবার চেষ্টায় যন্ত্রনায় কাতর জর্জ ফ্লয়েডের আর্তনাদ ,” আই কান্ট ব্রিদ “ এখন হয়ে উঠেছে সারা বিশ্বের মেহেনতি মানুষের দীর্ঘশ্বাস ।আজ মার্কিন সাম্রাজ্যবাদের নিজের ঘরে লেগেছে আগুন । মার্কিনি-গনতন্ত্রের ধ্বজার আড়ালে জমে থাকা বর্ণবৈষম্যবাদের বিষাক্ত গরল আবারও সারা পৃথিবীর কাছে প্রতীয়মান হয়ে উঠেছে । আসলে সাম্রাজ্যবাদ-পুঁজিবাদের ভয়াবহ শোষন-লুন্ঠন আড়াল করতে ব্যর্থ সংসদীয় গনতন্ত্রের শোভন মুখোশ খসে পড়লেই ,উগ্র-দক্ষিনপন্হীরা তাদের প্রভুদের রক্ষা করতে দেশকাল বুঝে বর্ণবৈষম্যবাদ-সাম্প্রদায়িকতাবাদ-মৌলবাদের পতাকা ঝুলিয়ে নেমে পড়ে বাজার গরম করতে ,মেহেনতি মানুষের ঐক্য বিনষ্ট করতে । করোনা মহামারি ও চরম আর্থিক সংকটের সাথে যুঝে চলছে মার্কিনি মেহেনতি মানুষ । ঠিক সেই সময়ে জর্জ ফ্লয়েডের হত্যাকান্ড গোটা দেশ কে নাড়িয়ে দিয়েছে । জনতার মহা সুনামিতে ভেসে যাচ্ছে গোটা আমেরিকা । “ব্ল্যাক লাইভস ম্যাটারস” এই শ্লোগানের নিনাদে কেঁপে উঠেছে মার্কিন সাম্রাজ্যবাদের হেড কোয়ার্টার । অযুত-লক্ষ শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ-হিস্পানি-এশিয়ান  বর্ণনির্বিশেষ মেহেনতি আমেরিকান এর কুচকাওয়াজে হোয়াটহাউসের কর্ণধার “ট্রাম্প” যে চার্লি চ্যাপলিনের “দ্য গ্রেট ডিক্টেটর” এর “ট্রাম্প ডিক্টেটর” এর মত গোটা বিশ্ব কে নিজের ঘরে গ্লোব ভেবে খেলাচ্ছলে যুদ্ধের পরোয়ানা জারী করতেন,ভয়ে বাঙ্কারে সিঁধিয়ে পড়েন । অবশ্য আসন্ন বিশ্ব জোড়া উথালপাথালের আশংকায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক “মিত্রোঁ” আজকাল “সুরঙ্গ” বানাবার প্রস্তুতি নিচ্ছেন । শুধু  জর্জ ফ্লয়েড বা আমেরিকার মানুষ নয়,দমবন্ধকর পরিস্হিতির মুখোমুখি সারা বিশ্বের পুঁজিবাদি দুনিয়ার মানুষ । মোদি সরকারের আকস্মিক লকডাউন ঘোষনার পরে সরকারের চূড়ান্ত অবহেলায়  ভারতবর্ষে পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারবর্গের শয়ে শয়ে মাইল অতিক্রম করে ঘরে ফেরার “লঙ মার্চ” এ পথশ্রান্ত,ক্লান্ত মানুষ-শিশুদের কন্ঠে অস্ফুট স্বরের দ্যোতনা যেন হয়ে উঠেছে  ” আই কান্ট ব্রিদ “ ।দেশের সরকারি খাদ্যভাণ্ডারে মজুত সারে সাত কোটি টন যখন খাদ্য বিনামূল্যে সরবরাহ করার বদলে ৬৫টি লক্ষ টন খাদ্যশস্য নষ্ট করে ফেলে দেয় তখন লকডাউনে কর্মহীন-অর্থহীন ক্ষুদার জ্বালায় কাতর কোটি কোটি দেশের মানুষের অবস্হা হয়ে ওঠে সঙ্গীন। যখন রাজ্যের মানুষ করোনা মহামারি-লকডাউন-আমফানের ত্রিফলায় বিদ্ধ মানুষ কে উপযুক্ত ত্রান-সহায়তা দেওয়ার বদলে বিনামূল্যের কেন্দ্র-রাজ্য “তরজা” শোনানো হয় । সঙ্কটাপন্ন দেশের অর্থনীতি কে চাঙ্গা করার বদলে রাষ্ট্রায়ত্ব সংস্হা কে বিক্রি করে দেশ বেচার নীতি নিয়ে শ্রমিকের ভাত কেড়ে নেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে । তাই মেহেনতি মানুষ, ইস্পাত শ্রমিকদের এগিয়ে এসে সমস্বরে বলতে  হচ্ছে - ” আই কান্ট ব্রিদ “ । এই অবস্হার পরিবর্তনের  এই আহ্বান জানালেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ) এর নেতৃবৃন্দ । বর্ণবৈষম্যবাদ ও কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে রাজ্যজুড়ে বাম গন সংগঠনগুলি যে প্রতিবাদ কর্মসূচী নিয়েছে,সেই অনুসারে আজ সকালে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের সিআইটিইউ-ভুক্ত ইউনিয়নগুলি অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে প্রতিবাদে কর্মসূচী পালন করে । মেইন গেটে ঘিরে প্রতিবাদী পোষ্টার-প্ল্যাকার্ডে সুসজ্জ্বিত ইস্পাত শ্রমিকরা  মানব-প্রাচীর গড়ে তোলেন। বক্তব্য রেখেছেন বিশ্বরূপ ব্যানার্জি , ললিত মিশ্র,নন্দদুলাল দাস ও গুরুপ্রসাদ ব্যানার্জি । উপস্হিত ছিলেন দুর্গাপুর(পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,মলয় ভট্টাচার্য,দিপক ঘোষ সহ বহু সংখ্যক সিআইটিইউ কর্মি ও নেতৃবৃন্দ ।










No comments:

Post a Comment