Sunday 7 June 2020

করোনা মহামারি রুখতে স্যানিটাইজ করা হল সগরভাঙ্গা গ্রাম : প্রতিবন্ধীদের সহায়তা চলছে ।




দুর্গাপুর,৭ই জুন : করোনা মহামারি রোধ করার জন্য আজ সকালে সিপিআই(এম)-এর দুর্গাপুর পূ্র্ব ২ এরিয়া কমিটির উদ্যোগে আজ সকালে সগরভাঙ্গা গ্রাম কে স্যানিটাইজ করা হয় । স্হানীয় পার্টি কর্মিরা গ্রাম কে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে সকাল থেকে এলাকার মানুষ কে সাথে নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়েন । সাথে থেকে নেতৃত্ব দিয়েছেন পঙ্কজ রায় সরকার,মনোরঞ্জন যশ প্রমুখ । সগরভাঙ্গার দেশবন্ধু নগরে সিপিআই(এম)-এর দুর্গাপুর পূ্র্ব ২ এরিয়া কমিটির উদ্যোগে আজ সকালে ২৫৩ টি প্রান্তিক পরিবারের হাতে পরিবার পিছু ২৫০ টাকার খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয় । উপস্হিত ছিলেন সিদ্ধার্থ বসু,নিত্যহরি দত্ত,বিদ্যুৎ সাহা রায় ,মিনা রজক প্রমুখ ।
এ দিকে আজ সকালে পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর কমিটির পক্ষ থেকে প্রান্তিক দুঃস্হ প্রতিবন্ধীদের হাতে লাগাতার ভাবে খাদ্যদ্রব্য তুলে দেওয়া হচ্ছে । আজ সকালে আরও ২০ জনের হাতে খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয় । উপস্হিত ছিলেন নিমাই ঘোষ,দিপক ঘোষ,কালি সান্যাল,গৌতম ঘোষ,ধুর্জুটি ঘোষ প্রমুখ ।দুর্গাপুর কমিটির পক্ষ থেকে এ যাবত মোট  ৮০ জন প্রান্তিক দুঃস্হ প্রতিবন্ধীদের হাতে খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়েছে বলে দুর্গাপুর কমিটির পক্ষ থেকে নিমাই ঘোষ জানিয়েছেন । 











No comments:

Post a Comment