Saturday 19 June 2021

আগামী ৩০শে জুন রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পে ধর্মঘট কে সফল করার জন্য দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক সংগঠন গুলি এককাট্টা ।

 


দুর্গাপুর,১৯শে জুন : রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্হা সেইল ও আরআইএনএল-এ অবিলম্বে স্হায়ী ও ঠিকা শ্রমিকদের সম্মানজনক বেতন-চুক্তি সহ অন্যান্য দাবিতে এবং সেইলের আরএমডির দপ্তর কোলকাতা থেকে সরানোর সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবিতে কেন্দ্রিয় ও আঞ্চলিক ট্রেড ইউনিয়ন গুলির ঐকবদ্ধভাবে আগামী ৩০শে জুন রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পে এক দিনের ধর্মঘটের আহ্বান জানিয়েছে । আজ সকালে,ধর্মঘট কে সফল ও সর্বাত্মক করার আহ্বান জানিয়ে,দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটের সামনে সিআইটিইউ-আইএনটিইউসি-এআইটিইউসি-এআইইউটিইউসি-এইচএমএস-বিএমএস-আইএনটিটিইউসি এর পক্ষ থেকে যৌথ সমাবেশ করা হয় । প্রতিকুল আবহাওয়ায় প্রবল বৃষ্টি উপেক্ষা করে বহু শ্রমিক এই সমাবেশে যোগদান করেন । সমাবেশে ইউনিয়ন গুলির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । এ দিকে চাপের মুখে কেন্দ্রের ইস্পাত মন্ত্রকের অধীনস্ত সেইল কর্তৃপক্ষ আগামী ২২শে জুন এনজেসিএস এর বৈঠক ডেকেছে। অন্যদিকে,আজ সিআইটিইউ-এর ডাকে,আজ বিকালে ইস্পাতনগরীতে,কেন্দ্রীয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি গুলিকে বেসরকারীকরন করার জন্য মোদি সরকারের সিদ্ধান্ত কে প্রতিবাদ জানিয়ে এক মিছিল বি.টি.রণদিভে ভবনের সামনে থেকে বেরিয়ে চন্ডিদাস বাজার পর্যন্ত যায় ও সেখানে মোদির কুশপুতুল দাহ করা হয়।মিছিলে ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।





















No comments:

Post a Comment