Sunday 13 June 2021

সেইল-এর র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তর কোলকাতা থেকে রৌরকেল্লা ও বোকারোতে স্হানান্তরিত সিদ্ধান্তের বিরুদ্ধে সিআইটিইউ : অ্যালয় স্টিল,দুর্গাপুর ইস্পাত ও ইস্কোর জন্য অশনি সংকেত ।

 



দুর্গাপুর,১৩ই জুন : গত ১০ই জুন সেইলের বোর্ড অফ ডাইরেক্টার্স এর সভায় সেইল-এর র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তর কোলকাতা থেকে রৌরকেল্লা ও বোকারোতে স্হানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুসারে সেইল স্হানান্তরের প্রক্রিয়া শুরু করেছে বলে সূত্রের খবর । এদিকে এই খবরে কোলকাতা সদর দপ্তরে কর্মরত শ্রমিক-কর্মচারি-ঠিকা শ্রমিক ও অফিসারেরা ক্ষোভে ফেটে পড়েন । হিন্দুস্হান স্টিল এম্পলয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর আরএমডি শাখার পক্ষ থেকে অবিলম্বে এই স্হানান্তরের সিদ্ধান্ত অবিলম্বে রদ করার দাবি জানিয়ে নিজাম প্যালেসে কেন্দ্রের আঞ্চলিক শ্রম কমিশনারের কাছে ইন্ডাস্ট্রয়াল ডিসপুট অ্যাক্টের ধারায় অভিযোগ জানান হয়েছে। অফিসার্স অ্যাসোসিয়েশনও তীব্র প্রতিবাদ জানিয়েছে । ইতিমধ্যে সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে সেইলের কাছে চিঠি দিয়ে দাবি জানিয়েছেন  সিআইটিইউ –এর সর্ব ভারতীয় সম্পাদক তপন সেন,পঃ বঙ্গ রাজ্য সম্পাদক অনাদি সাহু ও স্টিল ওয়ার্কার্স অফ ইন্ডিয়া (( সিআইটিইউ )-এর সাধারন সম্পাদক ললিত মিশ্র । কোলকাতায় সেইলের  র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তরের শ্রমিক-কর্মচারিরা ইতিমধ্যেই স্হানান্তরের সিদ্ধান্ত অবিলম্বে রদ করার জন্য পঃ বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন জানালেও এখনো মুখ্যমন্ত্রীর কোন প্রতিক্রিয়া মেলে নি । ১৯৮৯ সালে কোলকাতায় সেইলের  র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তর চালু হয় । কেন্দ্রে অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রী থাকার সময় তৎকালীন এনডিএ সরকার দু-বার সেইলের  র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তর কোলকাতা থেকে স্হানান্তরিত করার চেষ্টা করলেও প্রথমে তৎকালিন পঃ বঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ( ১৯৯৮ ) ও দ্বিতীয়বার তৎকালিন পঃ বঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কঠোর হস্তক্ষেপে ও সিআইটিইউ –এর তীব্র আন্দোলনের ফলে এনডিএ সরকার পিছিয়ে যেতে বাধ্য হয় । বর্তমানের মোদি সরকার এর আগে ২০১৬ সালে আরও একবার সেইলের  র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তর কোলকাতা থেকে স্হানান্তরিত করার চেষ্টা করলেও সিআইটিইউ –এর তীব্র আন্দোলনের ফলে সেই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয় ।

     ১৯৮৯ সালে কোলকাতায় সেইলের  র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তর চালু হয়।এর আগে ক্যাপটিভ মাইনসের ব্যবস্হাপনায় কাঁচমালের জোগানের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধার ফলে উৎপাদনে ব্যাঘাত ঘটত । রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইলের কারাখানা গুলির জন্য কাঁচামাল সরবরাহ সুনিশ্চিত করতে পঃ বঙ্গ,ঝাড়খন্ড,ওরিষ্যা ও মধ্যপ্রদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেইলের ২৫টি কয়লা,লোহা,ডলোমাইট,চুনাপাথর সহ অন্যান্য খনি কে এক ছাতার তলায় নিয়ে আসার মাধ্যমে কারখানাগুলিতে কাঁচামাল সরবরাহ সুনিশ্চিত করতে একজন ইডি পদমর্যাদার আধিকারিক এর অধীনে কোলকাতায় সেইলের  র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তর চালু হয় । বর্তমানে এই দপ্তরে ১৫০ জন্য স্হায়ী ও ঠিকা শ্রমিক এবং ৫০ জন আধিকারিক কাজ করছেন । অন্যদিকে র’মেটেরিয়ালর্স ডিভিসনের অন্তর্গত ২৫টি খনিতে ২০০০০ ঠিকা শ্রমিক,১৫০০ জন স্হায়ী শ্রমিক-কর্মচারী ও ৫০০ জন আধিকারিক কর্মরত আছেন ।এই প্রসঙ্গে বলতে গিয়ে  সিআইটিইউ –এর পঃ বঙ্গ রাজ্য কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ও হিন্দুস্হান স্টিল এম্পলয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর সম্পাদকমন্ডলীর আহ্বায়ক বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে  র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তর চালু হওয়ার পরে সেইলের উৎপাদন ক্ষমতার ব্যবহার ৬৫% থেকে বৃদ্ধি পেয়ে ৮৫% হয়েছে এবং খনিজ দ্রব্যের উৎপাদন ৯.৫ মিলিয়ন টন থেকে বেড়ে বর্তমানে ১৩.৫ মিলিয়ন টন হয়েছে । ২০২০-২১ আর্থিক বছরে সেইলের মুনাফা ৩৪৭০ কোটি টাকা মুনাফা অর্জনের পিছনে আরএমডি অসামান্য ভুমিকা পালন করেছে । অন্যদিকে খনি গুলিতে আধুনিকীকরন-সম্প্রসারন-শ্রমিকদের কাজের মানোন্নোয়ন সহ একাধিক কাজে আরএমডি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছে । র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তর কোলকাতায় গড়ে তোলার অন্যতম কারন ছিল বন্দর-রেল-সড়কের উন্নত পরিকাঠামো ও আন্তর্জাতিক যোগাযোগের সুবিধা । রাজ্যের অর্থনীতিতেও এই দপ্তরের যথেষ্ঠ অবদান আছে । র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তর কোলকাতা থেকে সরালে ও পুরনো ক্যাপটিভ মাইনসের ধারনায় ফিরলে আরএমডি-তে কর্মরত স্হায়ী শ্রমিক-কর্মচারী-আধিকারিকদের বদলি সহ অন্যান্য কারনে মনোবলে ধাক্কা খাবে শুধু তাই নয় কর্মরত ঠিকা শ্রমিকরা কর্মচ্যূত হবেন বলে আশংকা প্রকাশ করেছেন বিশ্বরূপ ব্যানার্জি । তিনি আরও জানিয়েছেন যে রাজ্যে সেইলের তিনটি কারখানা দুর্গাপুর ইস্পাত,অ্যালয় স্টিল ও ইস্কো-র কোন ক্যাপটিভ মাইনস না থাকার ফলে ঐ তিনটি কারখানার জন্য এই স্হানান্তর অশনি সংকেত । ফলে উৎপাদন মার খাওয়ার আশংকা তৈরি হচ্ছে । ইতিমধ্যে কেন্দ্রের মোদি সরকার কাঁচমলের সংকটে ভোগা রাষ্ট্রায়ত্ব ভাইজাগ স্টিল প্ল্যান্ট কে বেসরকারী রার সিদ্ধান্ত নিয়েছে । একই ভাবে অ্যালয় স্টিলের বেসরকারীকরনের সিদ্ধান্ত গ্রহন ও দুর্গাপুর ইস্পাত কে বেসরকারীকরনের হুমকি দিয়ে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। ইউনিয়ন গুলি কে সম্পূর্ন অন্ধকারে রেখে মোদি সরকার রাতারাতি সেইল-এর র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তর কোলকাতা থেকে রৌরকেল্লা ও বোকারোতে স্হানান্তরিত যে সিদ্ধান্ত নিয়েছে,সেইলের স্বার্থে,রাজ্যের স্বার্থে এবং দুর্গাপুর ইস্পাত,অ্যালয় স্টিল ও ইস্কো-র রক্ষার স্বার্থে সিআইটিইউ তার বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতম আন্দোলন গড়ে তুলবে বলে তিনি হুঁশিয়ারী দিয়েছেন।




No comments:

Post a Comment