Thursday 3 June 2021

শ্রমিক-কর্মচারীদের করোনা টিকাকরন ও অবিলম্বে সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তির দাবিতে ইস্পাত শ্রমিকদের বিক্ষোভ ।

 


দুর্গাপুর,৩রা জুন : ভয়াবহ করোনা পরিস্হিতির মধ্যেও রেকর্ড পরিমান উৎপাদন করে লাগাতার মুনাফা করলেও শ্রমিক-কর্মচারী( কর্মরত ও অবসরপ্রাপ্ত ) ও তাদের পরিবারবর্গের জুটছে না টিকা।সিআইটিইউ এর পক্ষ থেকে লাগাতার এই বিষয়ে আন্দোলন করে জোড়ালো দাবি তোলা হয়েছে । অন্যদিকে ২০১৭ সালের ১লা জানুঃ থেকে সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তি ( স্হায়ী ও ঠিকা শ্রমিক উভয়ের) বকেয়া  আছে । এমন কি বিগত বেতন-চুক্তির বিষয় ও পেনশন চুক্তি বকেয়া  আছে । এই বিষয়েও সিআইটিইউ এর পক্ষ থেকে লাগাতার আন্দোলন গড়ে তোলা হয়েছে । আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা প্রয়োজনীয় স্বাস্হ্য বিধি মেনে মিছিল করে এসে কারখানার ইডি ( ওয়ার্কর্স )-এর দপ্তরের সামনে প্রবল বিক্ষোভ দেখান । উপস্হিত ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,সীমন্ত চ্যাটার্জি,প্রদ্যুৎ মুখার্জি সহ ইউনিয়ন এর অন্যান্য নেতৃবৃন্দ । একই দাবিতে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা প্ল্যান্টের মেইন গেটে আজ সকালে বিক্ষোভ দেখান ।










No comments:

Post a Comment